ভিডিও: জলবায়ু পরিবর্তন কনফারেন্সের কিছু চিত্র

ছবি

ছবি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সামিটের সৌজন্যে

আমরা আপনাদের কাছে এ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া ডেনমার্কের কোপেনহাগেনে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন কনফারেন্সের উপর তোলা কিছু ভিডিও চিত্র তুলে ধরব। এগুলো তুলে অনলাইনে দিয়েছেন বিভিন্ন অংশগ্রহণকারীরা যার বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রতিবাদ, নাচ, শিল্প এবং বিভিন্ন উপস্থাপনা, যা কপ ১৫ সম্মিলনের কিছু চিত্র তুলে ধরে।

আমাদের বিশেষ কাভারেজ পাতায় দেয়া লিন্কের মাধ্যমে আপনারা কনফারেন্সের সরাসরি ভিডিও দেখতে পারবেন। এছাড়া সেখানে রয়েছে দ্যাআপটেক.অর্গ এবং ওয়ানক্লাইমেট.নেট এর তোলা কিছু ভিডিও ব্লগ এবং আপনারা কনফারেন্স এ উপস্থিত গ্লোবাল ভয়েসেস এর সদস্যদের ব্লগ, টুইটার এবং অন্যান্য সামাজিক মিডিয়া টুলস এর মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম ও প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

নীচে কিছু ভিডিও রয়েছে যা দেখাচ্ছে মানুষ কি বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছে এই সম্মিলনে অংশ নিয়ে।

প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ কিরিবাতি সম্মিলনে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলেন। তাদের সাংস্কৃতিক উপস্থাপনের ভিডিও পাওয়া যাবে এখানে:

গত ৯ই ডিসেম্বর গণপ্রজান্ত্রী কিরিবাতি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সামিট (কপ ১৫) এর একটি সাইড ইভেন্টে (সাংস্কৃতিক অনুষ্ঠান) অংশ নেয়। সেখানে তারা উপস্থাপন করে জলবায়ু পরিবর্তন কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলছে এবং তারা এ প্রতিকারে কি পদক্ষেপ নিচ্ছে। এই সম্মিলন থেকে তাদের আশা-আকাঙ্খাও তারা তুলে ধরেছে। এখানে রয়েছে তাদের একটি ঐতিহ্যবাহী নাচের ভিডিও, যা মারিয়া টিমন উপস্থাপন করেছেন।

সু্ইডেন থেকে ১৪ বছর বয়সী এক বালক টোমা গিমরে একটি বক্তৃতা দেয় যাতে সে বর্ণনা করছে যে জলবায়ু পরিবর্তন ঠেকাতে লড়াইয়ের জন্যে অর্থ কোথা থেকে জড়ো করা যাবে।

স্পেনের আরাগন থেকে পরিবেশবিদরা তাদের হোটেল থেকে ফোরামে যাত্রাটি নিয়ে উত্তেজিত ও অভিভূত এবং তাদের হোটেল লবি থেকে এই ছোট ভিডিওটি তুলেছেন।

কনফারেন্স ভবনের বাইরে বেলা সেন্টারে ৩৫০ উদ্যোগ এর আয়োজনে কার্বন দূষণের বিরুদ্ধে একটি প্রতিবাদের আয়োজন করে। তাদের অর্ধেক পোষাক খুলে তারা চিৎকার করে বলে যে কার্বন দূষণ বন্ধে কোন আপোষ গ্রহণযোগ্য নয়।

৩৫০ দলটি আরেকটি পাথর হয়ে যাওয়া উপস্থাপনার আয়োজন করে। গত শুক্রবার (১৮ই ডিসেম্বর, ২০০৯) তারা ৩৫০ সেকেন্ড নিথর হয়ে থাকে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আবেদন করতে যে তারা যেন দ্বীপ রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তনের কালো থাবা থেকে রক্ষা করে পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে।

জলবায়ু পরিবর্তন সামিট নিয়ে আপনার চোখে সবচেয়ে উল্লেখযোগ্য ভিডিও কোনটি? আমাদের জানালে বাধিত হব!

Exit mobile version