চীন: জনগণের মাইক্রোব্লগিং চালু হয়েছে

একদিকে চীন সরকার টুইটার, ফানফুর মত অনেক মাইক্রোব্লগিং সাইট বন্ধ করে দিয়েছে অন্য দিকে সরকারী অনলাইন মিডিয়া people.com.cn শূন্যস্থান পুরণে জনগণের মাইক্রোব্লগিং সাইট খুলেছে।

সর্বশেষ সংবাদ:

ওয়েবসাইট চালুর কয়েক ঘণ্টার মধ্যেই লিউ জিয়াবোর মুক্তি চাই সংক্রান্ত টুইট বার্তাটি জনপ্রিয়তার তালিকায় শীর্ষে উঠে আসে। এরপরে তা মুছে দেয়া হয়। জনগণ রাজনৈতিক সংবেদনশীল বার্তা পোস্ট করে দেখেছে যে তা ব্লক করে দেয়া হচ্ছে। বর্তমানে পুরো সাইটটি বন্ধ করে রাখা হয়েছে।

Exit mobile version