নির্বাচিত গ্লোবাল ভয়েসেস লেখক: জিলিয়ান ইয়র্ক

জিলিয়ান ইয়র্ক নিজেকে “একজন লেখক, সামাজিক কর্মী, ইন্টারনেট সেন্সরশীপের বিরুদ্ধে লড়াইকারী এবং একজন ব্লগার” হিসেবে বর্ণনা করে। তিনি বাস করেন যুক্তরাষ্ট্রের বস্টনে যেখানে তিনি “বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটিতে” কাজ করছেন ওপেননেট ইনিশিয়েটিভ এবং হার্ডিক্ট প্রকল্প নিয়ে, যা সারা বিশ্বে নিষেধাজ্ঞার কবলে পরা সাইটগুলোকে খুঁজে বের করে।

তার একটি নিজস্ব ব্লগ রয়েছে, তিনি হাফিংটন পোস্টের জন্যে নিয়মিত লিখে থাকেন এবং তিনি একজন ব্যস্ত টুইটার ব্যবহারকারী। উপরের এই ইন্টারভিউতে তিনি তার সেপ্টেম্বর মাসের একটি পোস্ট “দ্যা কাপকেক রেভল্যুশন” এর উল্লেখ করেছেন।

Exit mobile version