কিরগিজস্তান: নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আলোচনা

কিরগিজস্তানের অন্যতম ধনী ব্যক্তি এবং সরকারের অন্যতম কর্মকর্তা হচ্ছেন ডানিয়ার উসেনভ। তিনি প্রজাতন্ত্রের নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী। দেশটির রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভ ইতোমধ্যে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের মধ্যে সম্ভাব্য তালিকায় ডানিয়ের টকটোগুলোভিচ নাম ছিল বটে, কিন্তু সত্যি বলতে কি তিনি সবার পছন্দের প্রার্থী ছিলেন না, কিরগিজস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীর ভাগই অন্তত তাকে চায় নি।

যখনই জানা গেল তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইগর চুডিনভের স্থান নিতে যাচ্ছে তখনই ডিজেল ইন্টারনেট ফোরামে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে নিয়ে সক্রিয় এক আলোচনা শুরু হয়ে যায়। এখানে অনেক মন্তব্য এসেছে, যার বেশির ভাগই নেতিবাচক। নতুন নিয়োগ প্রাপ্ত ব্যক্তি খুব একটা জনপ্রিয় নন।

এখানে তাঁর নিয়োগ সম্বন্ধে যে প্রতিক্রিয়া এসেছে তার কিছু নমুনা প্রদর্শন করা হল [রুশ ভাষায়]:

এলেক্স: তার চরিত্র আমাকে সাভেলি ক্রামারেভ অভিনীত “১২টি চেয়ার” নামক হাস্যকৌতুক ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। ছবিতে তিনি যে কাজে হাত দেন তাতেই ব্যর্থ হন।

হাভেজ: যে বলেছে, তিনি কেবল সময় ক্ষেপণ করা এক প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, সে ঠিক বলেছে। এটা দু:খজনক যে আমরা এই শতাব্দীর আরেকটি প্রতারণার মুখোমুখি হলাম। এর ফলে কি ঘটতে যাচ্ছে তাই নিয়ে আমি বিস্মিত।

এক্সওয়াকার[রুশ ভাষায়] : মনে হচ্ছে উন্নত এক পুঁজিবাদী ব্যবস্থার দিকে যাওয়া এখনো অনেক দুরের পথ…আমাদের ভবিষ্যৎ অতীতের দিকে যাচ্ছে।

কিউর [রুশ ভাষায়]: ময়লা যুক্ত উদ্যানের সাথে কুটিরের এখন তারা অবশ্যই বন্ধুত্ব ঘটাবে। কেবল এটাই নয় তারা ডেজরঝিনকার মাঝখানে হয়তো এপার্টমেন্ট ভবন তৈরি করতে থাকবে।

তবে যে কয়টি অল্প স্থানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে ডিজেল অন্যতম। বেশির ভাগ ব্লগাররাই এই ঘটনায় নিশ্চুপ রয়েছে, গত দুদিনে যে সমস্ত তথ্য এসেছে সেগুলো হয়ত ব্লগাররা হজম করার চেষ্টা করছে। দুদিনে প্রচুর পরিমাণ তথ্যই এসেছে।

লাইভ জার্নালের অন্যতম ব্লগার মরিরে। ভদ্রমহিলা সেই সমস্ত ব্লগারদের মধ্যে অন্যতম যিনি প্রধানমন্ত্রী হিসেবে উসেনভের নিয়োগের ব্যাপারে লিখেছেন, তবে তা খুবই সংক্ষিপ্তাকারে মাত্র।

আমি বিতৃষ্ণা বোধ অনুভব করছি, নিছকই এক বিতৃষ্ণা বোধ আমার ভেতর তৈরি হচ্ছে।

কেন ডানিয়ের উসেনভের প্রতি এত বিদ্বেষ? এর অনেক উত্তর রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় আজকে আমার বন্ধু রসিকতা করে বলল যে, “খুব শীঘ্রই আমরা লটারি খেলতে যাচ্ছি”। তিনি এই কথাটি উল্লেখ করেন, কারণ যখন উসেনভ বিসকেকের মেয়র ছিলেন সেই সময় তিনি সেখানে খুবই অজনপ্রিয় এক লটারি খেলার ব্যবস্থা করেছিলেন। উসেনভের পর নারিমন টুলিয়েভ সেখানে মেয়র হন, তিনি এক বছরে সেই সমস্ত কৃতিত্ব অর্জন করেন যা তার পূর্বসূরি দুই বছরে অর্জন করতে ব্যর্থ হয়।

এছাড়াও লেখাটি নিউইউরাশিয়া.নেটে পোস্ট করা হয়েছে, এর অনুবাদ করেছেন আন্দ্রে

Exit mobile version