নির্বাচিত গ্লোবাল ভয়েসেস সম্পাদিকা: ভেরোনিকা খখলোভা

ভেরোনিকা খখলোভা ২০০৬ সালের জানুয়ারি মাসে গ্লোবাল ভয়েসেসের মধ্য ও পূর্ব ইউরোপ পাতার সম্পাদিকা হিসেবে যোগদান করেন। সে সময় তার প্রথম লেখা “ ইউক্রেনের ব্লগস্ফিয়ারের সূচনা” প্রকাশিত হয়। তিনি পালা ক্রমে কিয়েভ, মস্কো এবং ইস্তানবুলে বাস করেন। নিচের ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রে পড়াকালীন সময়ের স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন, কি ভাবে ইউক্রেনের তথাকথিত অরেঞ্জ বা কমলা বিপ্লবের সময় তিনি ব্লগ লেখা শুরু করেন এবং বিগত বছরগুলোতে গ্লোবাল ভয়েসেসে প্রকাশিত তার প্রিয় কিছু লেখার কথা উল্লেখ করেন। আপনি ডটসাবে এই ভিডিওর সাবটাইটেল অনুবাদ করে আমাদের সাহায্য করতে পারেন

Exit mobile version