মেক্সিকো: ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির পাতাল রেল বিশ্বের অন্যতম ব্যস্ত তম এক এলাকা এবং প্রতিদিন প্রায় ৪৫ লক্ষ লোক চলাচলের জন্য পাতাল রেল ব্যবহার করে। এই জনাকীর্ণতার সুযোগ নিয়ে এই এলাকা মেক্সিকোর কিছু মুসলমান কর্তৃক ইসলাম ধর্ম প্রচার করার (দাওয়াহ) স্থানে পরিণত হয়েছে।

এই ভিডিওতে মুস্তাফা কিছু বিজ্ঞাপন দেখাচ্ছেন যেগুলো সম্প্রতি পাতাল রেলের কামরায় লাগানো হয়েছে। এই সমস্ত বিজ্ঞাপন লোকদের এই ধর্ম সম্বন্ধে জানার আহ্বান জানাচ্ছে। ইসলামিক কালচারাল সেন্টার ইন মেক্সিকো সিটি বা মেক্সিকোর ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র এই সমস্ত বিজ্ঞাপন নির্মাণ করেছে। তারা সপ্তাহের ছুটির দিনে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও করে থাকে।

মেক্সিকো সিটির রাস্তায় ইসলামের বাণী ছড়িয়ে দেবার আরেকটি প্রচেষ্টা হচ্ছে। আরেকটি ভিডিও দেখাচ্ছে একটি ভ্যান গাড়ি এই এলাকায় চলাফেরা করে, প্রতিবেশীদের এ সব অনুষ্ঠানে যোগ দেবার জন্য আহ্বান জানায়।

সম্প্রতি প্রকাশিত এক আদমশুমারী অনুসারে মেক্সিকোতে রোমান ক্যাথলিকের সংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যার প্রায় ৮৮ শতাংশ। ২০০৮ সালের এক পরিসংখ্যানে জানা যায় দেশটিতে ২৫,০০০ জন মুসলিম বাস করে, যা মোট জনসংখ্যার .০২ শতাংশ।

যেখানে মুসলমানদের এইসব কার্যক্রম এবং অনুষ্ঠান বেশীরভাগ কেন্দ্রীয় জেলাগুলোতে হয়ে থাকে, সেখানে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস এলাকায় ছোট আকারে একদল ব্যক্তির ইসলাম গ্রহণের সংবাদ জানা গেছে। মেক্সিকো মনিটরের সাংবাদিক ও ব্লগার ফ্রাঙ্ক কনট্রেরাস আল জাজিরার ইংরেজী টেলিভিশন চ্যানেলের সাথেও কাজ করেন। ২০০৮ সালে তিনি সংবাদ তৈরির জন্য মায়া আদিবাসীদের এক এলাকায় যান, যারা কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে। এই বিষয়ে এই ভিডিও সংবাদটি দেখুন, এখানে

মেক্সিকোতে মুসলিমরা ব্লগ ব্যবহার করছে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য ও ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য। কালোর্স আলবার্টো রোজাস একই সাথে ইসা নামেও পরিচিত, তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা বা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তিনি একটি ব্লগ তৈরি করেছেন। যে সমস্ত লোকেদের মনে ইসলাম সম্বন্ধে প্রশ্ন রয়েছে ও যারা এ বিষয়ে সাহায্য চায় এই ব্লগের মাধ্যমে তাদের তিনি সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। এখানে তিনি তাঁর ফোন নম্বর ও সময় উল্লেখ করে দিয়েছেন যাতে সবাই বুঝতে পারে যে তিনি কখন এই বিষয়ে সময় দিতে পারবেন [স্প্যানিশ ভাষায়]

যে কেউ তাকে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করতে পারবে, রোজা রাখা অথবা ভবিষ্যৎে কি কি অনুষ্ঠান হচ্ছে, সব কিছু সম্বন্ধে তারা জানতে পারবে।