যুক্তরাষ্ট্র, মেক্সিকো: নভোচারী জোসে হার্নানদেজ মহাকাশ থেকে টুইটার করছেন

নভোচারী জোসে হার্নানদেজ আন্তর্জাতিক মহাকাশ অভিযানের একটি অংশ হিসেবে বর্তমানে এক নভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করছেন। তিনি তার এই ১৩ দিনের অভিযানের সময় মহাশূন্য থেকে টুইটার করছেন।

এক মেক্সিকান অভিবাসীর এই সন্তানের জন্ম আমেরিকায়। হার্নানদেজ তার জীবনের অর্ধেক অংশ পিতৃ ভূমিতে কাটিয়েছেন এবং বাকী অংশ অতিবাহিত করেছেন যুক্তরাষ্ট্রে। মেক্সিকো রিপোর্টার অনুসারে তিনি মেক্সিকোর এক জাতীয় বীর এবং উভয় দেশে তার জীবন কাহিনী অনেককে প্রেরণা জুগিয়ে থাকে। হার্নানদেজ এক প্রাক্তন অভিবাসী শ্রমিক যিনি তার পিতার সাথে, পিতা যে কাজ করতেন সেই কাজ করতেন, আর এখন তিনি তার প্রথম মহাশূন্য অভিযানে মহাকাশে পাড়ি জমিয়েছেন।

নভোচারী জোসে হার্নানদেজ এর ছবি, উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে

মহাকাশে পাড়ি দেওয়ার সময় তিনি তার দ্বিভাষিক টুইটার অ্যাকাউন্ট আপডেট (সাম্প্রতিকীকরণ) করতেন। তার অভিযান শুরুর তারিখ ছিল ২৫শে আগস্ট। কিছু যান্ত্রিক ত্রুটির কারনে এই অভিযানের তারিখ পিছিয়ে যায়। যাত্রার ফলস স্টার্ট (ব্যর্থ শুরু) এবং ধারাবাহিক সময় সূচী কিছুসময় তাকে এক একঘেয়ে অনুভূতির জন্ম দেয়:

এক চমৎকার এক যাত্রা, আজ রাত ১.১০ ইডিটি (ইস্টার্ন ডে লাইট টাইম) সময়ে যাত্রা করা হবে, মনে হচ্ছে আজকের আবহাওয়া এই যাত্রাকে সহায়তা করবে! উৎসব মুখর গ্রাউন্ড হগ ডের মতো অনুভূতি হচ্ছে!:-)

যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তখনকার কথা, সে সময় হার্নানদেজ মেক্সিকোর রাষ্টপ্রতি ফেলিপে ক্যালডেরনের সাথে টেলিফোনে কথা বলেন

অবশেষে দিনটি এলো এবং মহাকাশযান কক্ষ পথে পাড়ি জমাল ২৮ আগস্ট। হার্নানদেজ মহাকাশে প্রথম দিনে তার যে চিন্তা তৈরি হয় তা তিনি প্রকাশ করেন:

ঠিকঠাক হওয়া এবং নিজের স্বপ্নকে উপলব্ধি করা… মাইক্রো জি অসাধারণ। কম্পিউটার সেট করার কাজ শেষ করা এবং বিছানায় যাবার জন্য প্রস্তুত হওয়া! কোন বালিশের প্রয়োজন নেই!

পরবর্তী দুই সপ্তাহ, হার্নানদেজ এই অভিযানের কর্মকাণ্ড নিয়ে তাজা সংবাদ ও ভবিষ্যতের কর্মকাণ্ড জানাতে থাকবেন।

#অনঅরবিট তার তৃতীয় দিনের যাত্রা শেষ করেছে এবং স্টেশনে পৌঁছেছে। আমাদের তিনজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হল এবং মনে হচ্ছে তারা চমৎকার। এত সুন্দর যে আমার তাদের একজনকে ঘরের এক যাত্রা উপহার দিলাম!

তার এই অভিযানের অবশিষ্ট টু্‌ইটার পাবেন @এস্টো জোসে- তে।

Exit mobile version