ইন্ডিব্লগার.ইন এর সৌজন্যে ভারতীয় ব্লগ জগতের চিত্র

ইন্ডিব্লগার.ইন এর রেনি রেভিন সম্প্রতি তার ব্লগ এগ্রেগেটরে তালিকাভুক্ত ৭৮৯৫টি ব্লগ সম্পর্কে আমাকে কিছু মজার উপাত্ত দিয়েছে। ইন্ডিব্লগার.ইন ভারতীয় ব্লগের চমৎকার একটি কমিউনিটি যাতে বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য আছে যেমন এখানে বিষয় অনুযায়ী তালিকা রয়েছে। এছাড়াও আছে ব্লগ র‌্যান্কিং (ইন্ডির‌্যাঙ্ক) আর একটা মীম ট্রাকার (ইন্ডিভাইন)।

আমি ইন্ডিব্লগার.ইন এর এই উপাত্তগুলো থেকে ভারতীয় ব্লগ জগতের একটি চিত্র নিচের ড্যাশবোর্ডে দেখিয়েছি-

আপনারা নীচের স্লাইডশেয়ারে ভারতীয় ব্লগ জগতের সম্পূর্ণ অবস্থা সম্পর্কে রিপোর্টটি পড়তে পারবেন:

IndiBlogger State Of The Indian Blogosphere May 2009

এখানে রিপোর্টের মূল বিষয়:

ওয়াটব্লগে মানিশ ম্যাডামবাথ ইন্ডিব্লগার.ইন এর পরিসংখ্যান নিয়ে একটা ব্লগ পোস্ট লিখেছেন।

ইন্ডিব্লগার.ইন এর ভারতের ব্লগ জগত সম্পর্কে পরবর্তী রিপোর্টে এটা দেখার ব্যাপার হতে পারে যে সময়ের সাথে এই পরিসংখ্যান কি ভাবে পাল্টিয়েছে। ইন্ডিব্লগার.ইন এর ডাটাবেস ব্যবহার করে নেটওয়ার্ক পর্যালোচনার জন্য লিঙ্ক ইফ্লুয়েন্সের মতো টুল ব্যবহার করে দেখা যেতে পারে।

আপনি যদি এই স্টাডির আরো বিশদ বর্ণনা চান, বা কোন পরামর্শ থাকে বা অন্য কোন কাজের উপাত্ত নিয়ে আমাদেরকে নতুন ধরনের পর্যালোচনা দিয়ে সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গৌরভ মিশ্র বা রেনি রেভিন এর সাথে বা মূল ইংরেজী পোস্টে অনুগ্রহ করে একটি মন্তব্য করুন।

Exit mobile version