ইজরায়েলঃ লিন্ডসে লোহান কি ইহুদী ধর্মান্তরিত হচ্ছেন?

লিন্ডসে লোহান ইহুদী ধর্মান্তরিত হচ্ছেন এমন আলোচনায় সরব ইজরাইলী ব্লগস্ফিয়ার। ব্যক্তিগত মুখবহির (ফেসবুক) পৃষ্ঠায় গত সপ্তাহে লোহান এমন আশাবাদ ব্যক্ত করেছেন যে তার ধর্মান্তরিত হওয়া তাকে ইহুদী প্রেমিকা সামন্থা রনসনের আরো কাছাকাছি নিয়ে আসবে। লোহান এবং রোহান এখন লন্ডনে একটা পারিবারিক বার মিটজবাহতে হাজিরা দিচ্ছেন।

এই ঘোষণা কিছু মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

চেকপয়েন্ট জেরুজালম এর ডিঅন নিসেনবাম গভীর মনযোগ দিয়েছেন ভাবছেনঃ

আবেদনময়ী অভিনেত্রী লিন্ডসে লোহান প্রেমের নামে ইহুদী ধর্মান্তরিত হবার প্রস্তুতি নিচ্ছেন?

সিম্পলী জিউজ জিজ্ঞেস করেছেনঃ

সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের প্রধান রাব্বি কি একে খুশী হবেন?

এলডার অব জিওন আবেদন জানিয়েছেনঃ

এখন কাজ করার সময়…..একটা তহবিল গঠন করতে যাচ্ছি যেন অন্যান্য যেকোন ধর্মের সাধুদের একটা বড় পরিমাণ অনুদান দেয়া যায়; যদি তারা ইহুদী ধর্ম বাদ দিয়ে তাদের স্বীয় ধর্মে লোহানকে অন্তর্ভূক্ত করতে পারে। ঠিক – আপনারা তাকে কনফুসিয়ান অথবা রাস্টাফারিয়ান বানান এবং জিতে নিন বিশাল অঙ্কের অর্থ।

ইতোমধ্যে, লিন্ডসের সম্পর্কচ্যুত বাবা ও প্রাক্তন মন্ত্রী মাইকেল লোহান নিজের মতামত ব্যক্ত করেছেনঃ

সে এখন ইহুদী ধর্ম ঘেটে দেখছে। এর আগে চার্চ অব সাইন্টোলোজি অনুসন্ধান করেছে, কাব্বালাহ চেষ্টা করেছে এবং এখন ইহুদী ধর্ম। আমার মনে হয় এটা তার আরেকটা অধ্যায়। কিন্তু যেভাবেই হোক সে তার জীবনে ইশ্বরকে সম্পৃক্ত করেছে এবং আমি সে জন্য খুশী।

লন্ডনের ডেইলী মেইল যারা এই সংবাদ প্রথম দিয়েছিল, জানিয়েছেঃ

সিনাগগে ঢুকে একজন ফটোগ্রাফার লিন্ডসেকে জিজ্ঞেস করেছিল তিনি ধর্ম পরিবর্তন করছেন কিনা। লিন্ডসে জানিয়েছেন, “আমি চেষ্টা করছি”।

দি ডেইলী মেইল আরো লিখেছে যে লন্ডনে লোহান এবং রনসন আরো কয়েকবার সিনাগগের গিয়েছেন ধর্ম পরিবর্তনের পদ্ধতি বিস্তারিতভাবে জানার জন্য। আনুষ্ঠানিকভাবে ইহুদী ধর্মে অন্তর্ভূক্ত হতে সাধারণত এক বৎসর লেগে যায় এবং যা করা হয় একজন রাব্বির সহাযোগিতার যিনি তাকে ইহুদী ধর্মের বিশ্বাস ও ঐতিহ্যবাহী চর্চাগুলো শেখায়।

অন্যান্য বিখ্যাত সেলিব্রিটি যারা ধর্ম পরিবর্তনের চিন্তা করছেন যাদের মধ্যে আছেন লিওনার্দো ডি-ক্যাপরিও, যার প্রেমিকা হলেন ইজরায়েলী একজন সুপার মডেল বার রাফায়েলি। ডিক্যাপারিও ধর্মান্তরিত না হলে রাফায়েলির পরিবার কোন বিবাহ প্রস্তাব গ্রহণ করবে না বলে জানিয়েছে।

এই লেখক বলছেন যদি ব্রিটনী স্পিয়ার্স মুসলমান হতে পারেন তবে সবকিছুই সম্ভব।

Exit mobile version