ব্রুনাই: বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ

গত মাসের প্রচন্ড বৃষ্টিপাত বেশ বন্যা আর ভুমিধ্বস সৃষ্টি করেছে দেশে। দেশের চারটা জেলায় ২০০টিরও বেশী পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পত্তি আর কৃষিক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এর ফলে সবাই একসাথে এসেছে কম ভাগ্যবানদের সাহায্যের জন্য যারা প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত হয়েছেন।

২০০৯ সালের ৩রা ফেব্রুয়ারী সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে আক্রান্তদের সাহায্যের জন্য একটা পাবলিক ফান্ড তৈরি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ে। আক্রান্তরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সহজে তার কিছু ব্যবস্থা করা এর লক্ষ্য। জাতীয় ফান্ড বন্যা আর ভূমিধ্বস আক্রান্তদের সাহযার্থে তৈরি এই ফান্ডে অর্থ জোগাড়ের জন্য বিভিন্ন চ্যারিটির আয়োজন করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহে। কিভাবে স্থানীয় লোকেরা ক্রমাগত একে অপরকে সাহায্য করছে তার উদাহরণ এটি। মাসিয়ারাকাত পেরিহাতিন একটা মালয় কথা যার মানে যত্নশীল সমাজ।

উদাহরণস্বরুপ, অর্কিড গার্ডেন হোটেল একটা কাপ কেক চ্যারিটি শুরু করে। এই হোটেল ২০০০টি কাপ কেক বিক্রি করতে সমর্থ হয়। তারা গর্ব সহকারে ২৫ স্তরের একটা কেক দেখায় যা ২৫০ কেজি কাপকেক দিয়ে তৈরি। পুরো জিনিষটা ছিল সাত ফুট বাই সাত ফুট চওড়া আর ১৬ ফুট লম্বা।

ছবি স্ট্রিক্টলি বিউটিফুল এর সৌজন্যে

রানো অ্যাডিডাস কাপকেক চ্যারিটি নিয়ে রিপোর্ট করেছেন আর আর একটা তহবিল সংগ্রহ অভিযান যা স্থানীয় একটা জনপ্রিয় খাবার নাসি লেমাকের ৯০০টা কুপন বিক্রি করতে সক্ষম হয়:

অকির্ড গার্ডেন হোটেলে কাপকেক চ্যারিটি ২০০০ কাপকেক বিক্রি করতে সমর্থ হয়। এটা বিষ্ময়কর সংখ্যা। আর একটা চ্যারিটি আযোজন করা হয়েছিল দো আদার অফিস ক্যাফে আর বিস্ট্রোতে, যেখানে ডিমের কেক এর সাথে নাসি লেমাকের (স্থানীয় নারকেল দুধে রান্না করা ভাতের ডিশ) প্রায় ৯০০ কুপন বিক্রি হয় যা জনগণের কাছে বিক্রি করা হয়।

ছবি রানো অ্যাডিডাসের সৌজন্যে

আনাকব্রুনাই চ্যারিটি ফুটবল অনুষ্ঠান নিয়ে রিপোর্ট করেছেন যেখানে ১০০,০০০ ব্রনাই ডলার সগ্রহ করা হয়:

ডিপিএমএম এফসি আর এফেফবিডি ১১ এর মধ্যকার খেলাটি আয়োজন করে ব্রুনাই দারুসসালামের ফুটবল ফেডারেশন। সমস্ত অর্থ (আমার জানামতে প্রায় ১ লাখ ব্রুনা‌ই ডলার) বন্যা ও ভুমিধ্বস আক্রান্তদের ফান্ডে দান করা হবে।

উপরের ছবি দেখাচ্ছে ডিপিএমএম ফুটবল ক্লাবের চেয়ারম্যান মান্যবর ক্রাউন প্রিন্স (রাজকুমার) ফুটবল চ্যারিটি থেকে সংগ্রহকৃত অর্থ বন্যা ও ভুমিধ্বস আক্রান্তদের ফান্ডের চেয়ারম্যানের হাতে তুলে দিচ্ছেন।

Exit mobile version