মাদাগাস্কার: প্রেসিডেন্টের রাজপ্রাসাদে মিছিল করে যাওয়ার পথে ২৫ জন নিহত

মাদাগাস্কারের ক্ষমতার লড়াই নিয়ে আমাদের বিশেষ কাভারেজ দেখুন

আজকে (৭ই ফেব্রুয়ারী, ২০০৯) মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে প্রেসিডেন্টের রাজপ্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার সময়ে অন্তত ২৫ জন গুলিতে নিহত হয়েছে। এই মিছিলের আয়োজন করেছিল শহরের মেয়র আন্দ্রি রোজিওলিনা যিনি একটি রাজনৈতিক র‌্যালিতে নিজেকে নতুন ক্ষমতাসীন সরকারের প্রধান হিসাবে ঘোষণা দেন। গত কয়েক সপ্তাহে, মেয়র আর প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানার মধ্যকার ক্ষমতার লড়াই সংঘর্ষ আর লুটপাটের সুত্রপাত ঘটিয়েছে

স্থানীয় সময় বিকেলে শহরতলী আন্তানানারিভোতে রাজনৈতিক এই জমায়েত হয়। রাজিওলিনা অন্তরবর্তী সরকার গঠনের ঘোষণা দেন, নিজে তার নেতা হয়ে, এই বাস্তবতা সত্ত্বেও যে বর্তমান সরকার এখনো ক্ষমতায় আছে। তিনি তার সমর্থকদের আহবান করেন আম্বোহিতসোরোহিত্রাতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যেতে।

প্রাসাদে যখন বিশাল জনসমষ্টি উপস্থিত হয়, তখন স্থানীয় সময় ১৪.৪৬ এ তাদের একটি প্রতিনিধি দল প্রাসাদে প্রবেশ করে। তখনি গুলি চালানো হয়। স্থানীয় টুইটারস্ফিয়ার আর অন্যান্য ব্লগাররা জানিয়েছেন:

প্রাথমিক খবরে ডজন ডজন মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। মৃতদের মধ্যে আরটিএ টিভি স্টেশনের এক ক্যামেরাম্যানের থাকার কথা (সরকারীভাবে নিশ্চিতকরন বাকি)।

স্থানীয় সময় ১৫:৪০ পর্যন্ত, গুলি চালানো হচ্ছিল। রাজিওলিনি এই সমস্যার সময় গঠিত দুই দল দ্বারা সমর্থিত সশস্ত্র এম্মোনাত বাহিনীকে অনুরোধ করেছেন তারা যেন হস্তক্ষেপ করে আর জনগনকে রক্ষা করে।

(রয়টার্স, আল জাজিরা) এর সংবাদ শিরোনাম জানিয়েছে ২৫টা মৃত্যুর খবর যাদের ছবি জাতীয় টিভিতে আসছে। বিবিসি আর এএফপি এ পর্যন্ত ৫টা মৃত্যুর কথা জানিয়েছে। ফ্রেঞ্চে লাইভ অনলাইন রিপোর্ট এখানে পাওয়া যাবে

এটা “#মাদাগাস্কার” (#madagascar) এর জন্য টুইটারে লাইভ সার্চের উইজেট, যে ট্যাগ মানুষ বিগত কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করছে রাজনৈতিক টেনশন আর মাঝেমাঝে সংঘর্ষের খবর প্রচারে।

Exit mobile version