মালাউই: প্রথম ওয়েব পুরস্কার আর প্রেসিডেন্ট ফেসবুকার্স

প্রথমবারের মতো, মালাউইবাসীরা ভোট দেবে ‘২০০৮ মালাউই ওয়েব পুরস্কার‘ এর জন্য। পুরস্কার দেয়া হবে বিভিন্ন শ্রেনীতে যেমন ওয়েব উদ্যোক্তা, অনলাইন ব্রডকাস্টিং, মিউজিক ভিডিও, সামাজিক যোগাযোগ মিডিয়া, অনলাইন ম্যাগাজিন, ব্লগার, সাংবাদিক, ওয়েব শিল্পী ইত্যাদি। ইন্টারনেট ভিত্তিক না এমন সফলতার জন্যেও পুরস্কার আছে, যার মধ্যে আছে মালাউইর সব থেকে উজ্জ্বল ব্যক্তিত্ব আর আগামী দিনের নেতা। আয়োজকদের ভাষায়:

মালাউই ওয়েব পুরস্কারের কথা চিন্তা করা হয়েছিল মালাউইবাসীর গত কয়েক বছরের সাফল্যকে স্বীকৃতি দিতে। মালাউই বিশেষভাবে স্বীকৃতি দেয় সেইসব ব্যক্তিকে যারা দেশকে প্রকাশ করতে সাহায্য করেছেন আর আফ্রিকার উঞ্চ হৃদয়ের মানুষের যেসব বিষয়ে সমস্যা হচ্ছে তা তুলে ধরতে। এই বছরে বাছাই করা ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা তৈরি করছেন (রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদন)।

তিনটা ফরম্যাটে ঘোষণাটি প্রচার করা হয়েছে: কালেব ফিরির ব্লগ মালাউই কারেন্ট নিউজে, সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে একটা ইভেন্ট তৈরি করে, আর ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউবে

যেসব মানুষ বাছাই হয়েছেন বিভিন্ন পুরষ্কারের জন্য তাদের মধ্যে আছেন হাজেল ওয়ারেন, একজন মালাউই মহিলা যিনি এই বছর বিগ ব্রাদার আফ্রিকা ৩ রিয়ালিটি টিভি অনুষ্ঠানে রানার আপ হয়েছেন, ব্লগার উইলিয়াম কামকোয়াম্বা আর ভিক্টর কাওঙ্গা, মালাউই জাতীয় ফটবল দলের কোচ কিন্নাহ ফিরি, বেশ কয়েকজন টেলিভিশন আর রেডিও ব্যক্তিত্ব, আর গানের শিল্পী যেমন লরেন্স এমবেঞ্জেরে যাকে নীচের ভিডিওতে দেখানো হয়েছে:

প্রত্যেক ক্যাটাগরিতে ভোট করার সময় আছে ১৯ ডিসেম্বর ২০০৮ রাত ২২০০ জিএমটি পর্যন্ত। ফলাফল ডিসেম্বর ২২, ২০০৮ এ ঘোষণা হবে মালাউই কারেন্ট নিউজ ব্লগে

মালাউইর প্রথম ওয়েব পুরস্কারের খবর এসেছে সপ্তাহের প্রথম দিকে মালাউইর ভূতপুর্ব প্রেসিডেন্ট ড: বাকিলি মুলুজির ঘোষণার পরে যে তিনি একটা ফেসবুক প্রোফাইল তৈরি করেছেন, বিশ্বের তরুণ মালাউইদের সাথে যোগাযোগের উদ্দেশ্য নিয়ে। ফেসবুক প্রোফাইল থাকার সাথে সাথে ড: মুলুজি তার সমর্থকদের জন্য একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছেন।

মালাউইর বর্তমান প্রেসিডেন্ট ডঃ বিঙ্গু ওয়া মুথারিকারও ফেসবুক ভক্তের গ্রুপ আছে, যা মে ২০০৮ থেকে দেখা যাচ্ছে।

Exit mobile version