প্যালেস্টাইন: খুন না সন্ত্রাসবাদী লন্কাকান্ড?

শুধু আরবরাই সন্ত্রাসবাদী… অকুপাইড প্যালেস্টাইন ব্লগের মূল শিরোনামে এটি জ্বলজ্বল করছিল। এই ব্লগার হুশাম তায়সির দোআয়াত নাম্নী জেরুজালেমে অবস্থানরত এক ফিলিস্তিনি সম্পর্কে ইজরায়েলী এবং অন্যান্য বিদেশী সংবাদপত্রে প্রকাশিত শিরোনাম নিয়ে আলোচনা করছে। হুশাম তায়সির দোআয়াত একটি বুলডোজার নিয়ে পশ্চিম জেরুজালেমের একটি জনাকীর্ণ সড়কে লোকজনের উপর তুলে দেয় যাতে ৩ জন মারা যায় এবং ৬৬ জন আহত হয়। দোআয়াতের এই হত্যাযজ্ঞ থামে যখন একজন ছুটিতে থাকা ইজরায়েলী সৈন্য তাকে গুলি করে মারে।

দোআয়াতের এই হত্যাজ্ঞের পর প্রচার মাধ্যমে শিরোনাম হিসেবে আসে “বুলডোজার সন্ত্রাসী জেরুজালেমে হত্যাযজ্ঞ চালিয়েছে“। দোআয়াতের একজন ইহুদী মহিলার সাথৈ সম্পর্কের কথাও তারা শিরোনামে এনেছে “জেরুজালেম আত্মঘাতী সন্ত্রাসীর ইহুদী গার্লফ্রেন্ড ছিল“। অনেক আর্টিকেল এও বলেছে যে দোআয়াত “আল্রাহ সর্বশ্রেষ্ঠ” বলে চিৎকার দিয়েছে।

লাইভ ফ্রম অকুপাইড প্যালেস্টাইন এই প্রশ্ন করছে কোন দোআয়াতকে সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে:

তাহলে যদি দোআয়াতের এই হত্যাযজ্ঞ রাজনৈতিক উদ্দেশ্যে না হয়ে থাকে, সে যদি কোন “উপজাতীয়তাবাদী দল বা ছদ্মবেশী এজেন্টদের” হয়ে কাজটি না করে থাকে, কেন ইজরায়েলী মিডিয়া, রাজনীতিবিদ এবং অন্যান্য সরকারী কর্মকর্তারা তাকে “সন্ত্রাসী” বলছে? সে যদি একা কাজটি করে থাকে, যা ইজরায়েলী নিরাপত্তা বাহিনী এবং পুলিশ স্বীকার করেছে পূর্বপরিকল্পিত নয় বলে, দোআয়াতকে একজন সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে?

উত্তর তো খুবই সোজা। দোআয়াত একজন প্যালেস্টাইনি আরব, তাই সন্দেহাতীত ভাবে সে অবশ্যই একজন সন্ত্রাসী। এই সত্যটি এবং শুধু এই বিষয়টির জন্যে দোআয়াতকে সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে।

ডেজার্টপীস এইসব শিরোনাম সম্পর্কে ওয়াকিবহাল, এবং যারা দোআয়াতের ইহুদী মেয়েবন্ধূর সাথে সম্পর্কের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে তাদের প্রতি বলছেন:

সত্যিই একটি ভূবিদারক গোমর ফাঁস… এমন একসময় ছিল যে “যেসব সংবাদ আমাদের ভাল লাগে তাই আমরা ছাপি”.. এখন হয়েছে “যে সব সংবাদ বিক্রি হয়, তাই আমরা ছাপি”।

তবে, আমি এসব কিনছি না!

ক্যাববফেস্ট এর উইল আরেকটি পরিপ্রেক্ষিত বর্ণনা করছে, ইজরায়েল এবং প্যালেস্টাইনে বুলডোজারকে কিসের প্রতীক হিসেবে দেখা হয়:

তিনজন ইজরায়েলী বেসামরিক লোককে হত্যা করে এই হত্যাযজ্ঞ একটি বিয়োগান্তক ঘটনা। কোন বেসামরিক লোকের রক্ত নেয়া কখনই ন্যয় কিছূ হতে পারে না, আমরা তাই এ নিয়ে কিভাবে কথা বলি তা গুরুত্বপূর্ণ। এটিকে একটি সম্পর্কহীন ঘটনা অথবা আরেকটি অযৌক্তিক ফিলিস্তিনি হামলা হিসেবে না দেখে আমাদের দেখা উচিৎ কেন নির্মান যন্ত্র ইজরায়েল-প্যালেস্টাইনের ইতিহাসে খূন ও ধ্বংসের প্রতীক হিসেবে দাড়িয়েছে। ফিলিস্তিনিদের জন্যে বুলডোজার ইজরায়েলী আগ্রাসনের প্রতীক। একজন ফিলিস্তনি কর্তৃক বুলডোজার দিয়ে হত্যাযজ্ঞ এই সত্যকে পরিবর্তন করে না। এটি আমাদের শুধূ মনে করিয়ে দেয় দ্রুত ন্যায্য শান্তির প্রয়োজনীয়তার কথা।

রীমা আব্দেলকার, তার আরাবিস্তো.কম ব্লগে তার পাঠকদের এই ঘটনা অনুধাবন করতে সাহায্য করছে এই বলে:

বুধবারের প্রচার মাধ্যমের কাভারেজে আরেকটি বিষয় অনুপস্থিত ছিল, যে বিশেষ করে ক্যাটারপিলার বুলডোজার ফিলিস্তিনি বাড়ীঘর ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। এগুলোর একটি আমেরিকান শান্তিবাদী রেচেল কোরির প্রাণও নিয়েছে ২০০৩ সালে যখন তিনি এইসব ঘরবাড়ী গুঁড়িয়ে দেবার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এই খবরটুকু অবশ্যই গুরুত্বপূর্ন গত বুধবারের ক্যাটারপিলার বুলডোজার দিয়ে বেসামরিক লোকদের মারার অনভিপ্রেত ঘটনা সম্পর্কে আলোচনা করার সময়ে।

Exit mobile version