তাজিকিস্তান: ভবিষ্যত বক্তাদের নিষিদ্ধ করা হচ্ছে

ভাদিম তাজিক কর্তৃপক্ষের ডাকিনীবিদ্যা এবং ভবিষ্যৎ বলার ব্যবসাকে নিষিদ্ধ ঘোষনা করা নিয়ে আলোচনা করছেন। তিনি মনে করছেন যে এটি কর্তৃপক্ষের একটি কূটচাল কারন এই শোরগোল সৃষ্টির মাধ্যমে তারা জনগনের দৃষ্টি গুরুত্বপূর্ন সমস্যাগুলো (যেমন বিদ্যুতের লোড-শেডিং, খাদ্য ও তেলের দাম, গ্যাসের দুস্প্রাপ্যতা ইত্যাদি) থেকে দুরে সরিয়ে দিতে চাইছে।

Exit mobile version