ব্রাজিল: এবছর বড়দিনের জন্যে সামাজিক ব্লগিং

ইয়াসুদা (পর্তুগীজ ভাষায়) অন্যান্য ব্রাজিলের ব্লগারদের একটি “সামাজিক ব্লগিং” অভিযানে যোগ দেয়ার জন্যে অনুরোধ করেছেন। এই ধারনাটি হচ্ছে যে ব্লগাররা প্রত্যেকে একটি বেসরকারী সংস্থা বা এনজিওকে বেছে নেবে এবং তাদের ব্লগের মাধ্যমে সেটিকে সাহায্য করবে। তারা ওই এনজিও সম্পর্কে ব্লগে লিখবে এবং সবার কাছে তাদের জন্যে সাহায্য চাইবে: খেলনা, বড়দিনে গরীবদের খাওয়ানো, খাদ্য, বস্ত্র অথবা শুধু কিছুটা সময় (নিজের হাতে সাহায্য করার জন্যে)।  “এটুকুই। আমি এই উপসংহারেই আসতে চাই যে ওয়েব সত্যিকারের একটি অংশগ্রহনমুলক সামাজিক টুল। সব দিক দিয়েই।”

Exit mobile version