মার্টিনিক দ্বীপপুন্জে নিশিদ্ধ ক্লোরডেকন কীটনাশক ব্যবহৃত হয়েছে

লো ব্লগ দো মোয়া জানাচ্ছেন যে মার্টিনিক দ্বীপপুন্জে নিশিদ্ধ ক্লোরডেকন কীটনাশক ব্যবহৃত হয়েছে সাম্প্রতিক দশকেও (শেষ ২০০২ সালে), যদিও এই কীটনাশকটি যুক্তরাস্ট্রে ১৯৭৬ থেকে এবং ফ্রান্সে ১৯৯১ থেকে নিশিদ্ধ রয়েছে। এই কেলেন্কারী ৫ বছর আগে ফাঁস হলেও, অর্থনৈতিক কারনে এর ক্ষতিকর প্রভাবগুলোর তথ্য এতদিন চেপে রাখা হয়েছিল। এই ব্লগার আরও জানাচ্ছেন যে মার্টিনিক দ্বীপপুন্জে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ হারে প্রস্টেট ক্যান্সারের রোগী রয়েছে।

Exit mobile version