গায়ানা: জর্জটাউন বন্যার পানিতে ডুবে গেছে

জর্জটাউন

“এই দেয়ালের পেছনেই দেমেরারা ক্রিকেট ক্লাব, অল্প বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়.. এটা মনে হয় এখন হ্রদে পরিনত হয়েছে।”, মন্তব্য করছেন গায়ানায় অবস্থানরত ত্রিনিদাদের ফ্লিকার ইউজার সেনেট। উপরোক্ত ছবির ক্যাপশনে তিনি আরও লিখছেন:

আজ সকালে উঠে দেখি আমার বাড়ীর গেট পর্যন্ত পানি। সারা শহরেই এই অবস্থা, কারও কারও নীচতলার মেঝে পানিতে সয়লাব। কিছু এলাকায় পানির লেভেল এত উচু নয়, যেমন কুইন্সটাউন। কিন্তু আমি সেখানে গাড়ী চালিয়ে যাবনা যেখানে বোঝা যায়না কোথায় খাল শেষ হচ্ছে বা কোথায় রাস্তা শুরু হচ্ছে। না দেখে হোঁচট খাওয়ার আশংকাটিও রয়েছে.. এটি তবুও ডিসেম্বর ২০০৪-জানুয়ারী ২০০৫ সালের বন্যার মত নয়.. কিন্তু সেটার কথাই মনে আসছে….

আজ সন্ধ্যায় সেনেট ফ্লিকারমেইলের মাধ্যমে জানাচ্ছে “পানি শহরের সব স্থানে এখনও ছড়ায়নি এবং অনেক জায়গায় নেমে যাচ্ছে, তবে কুইন্সটাউনের সেই স্থানটুকুর পরিবর্তন একটুও হয়নি। আমি এখন আর রাতভর বৃষ্টি চাচ্ছি না।”

Exit mobile version