রয়টার্স আফ্রিকা ডায়াজিও আফ্রিকা বিজনেস রিপোর্টিং এওয়ার্ড পেয়েছে

আজ সকালে গ্লোবাল ভয়েসেস এর টীম খুবই উল্লসিত হয়েছিল এই সংবাদটি শুনে যে যুগান্তকারী রয়টার্স আফ্রিকা ওয়েবসাইটটি ডায়াজিও আফ্রিকা বিজনেস রিপোর্টিং এওয়ার্ডে বেস্ট সাইট এওয়ার্ড পেয়েছে (রয়টার্সের রিপোর্ট দেখুন এখানে)। গতরাতে লন্ডনের একটি অনুষ্ঠানে এই এওয়ার্ড দেয়া হয়।

এই এওয়ার্ডের একটি বিশেষ মানে রয়েছে আমাদের কাছে শুধু যে রয়টার্স আমাদের প্রকল্পের একটি প্রধান স্পনসর সে জন্যে নয়। রয়টার্স আফ্রকার কান্ট্রি পেজে (যে কোন পাতার ডান দিকে উপরে “ব্লগস” সেকশনে দেখুন) গ্লোবাল ভয়েসেস এর কন্টেন্ট নিয়মিত উপস্থাপিত হয়। আমরা বেশ আনন্দিত হয়েছিলাম এবছরের প্রথম দিকে যখন রয়টার্স আফ্রিকা আমাদের কাছে এসেছিল আমাদের আর এস এস ফিড তাদের নতুন ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করার জন্যে। রেইচেল রোলিনস ফেব্রুয়ারী ২০০৭ এ একটি আর্টিকেল লিখেছিলেন রয়টার্স আফ্রিকা সাইটের উদ্বোধন উপলক্ষে:

“এটি প্রদর্শন করে যে সংবাদ মাধ্যমগুলো মূল্য দেয় সেই অথেনটিক কন্ঠগুলোকে যারা তাদের কাভার করা সংবাদে নতুন দৃষ্টিভঙী, ব্যাকগ্রাউন্ড এবং খুটিনাটি বিষয় যোগ করে।”

অভিন্ন্দন, রয়টার্স – আমরা রোমান্চিত তোমার এ বিজয়ের জন্য। রয়টার্স আফ্রিকা প্রজেক্টের একটি অংশ হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।

Exit mobile version