পডকাস্ট: সংবাদপত্রের স্বাধীনতা পরিস্থিতি

পাঁচটি দেশের সাংবাদিক ও গবেষকরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে

ছবির সৌজন্যে অমেয়া নাগরাজন

এই সপ্তাহে আমরা ভিন্ন কিছু করেছি। সংবাদপত্রের স্বাধীনতার উপর আমাদের বিশেষ কভারেজের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন অংশে গণমাধ্যম কী কী চ্যালেঞ্জের সম্মুখীন তা বোঝার জন্যে আমরা তাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে পাঁচজনের সাক্ষাৎকার নিয়েছি। আমরা কলম্বিয়ার একজন স্বাধীন সাংবাদিক ফার্নান্দা জারামিলো, ভারতের একজন সাংবাদিক ও গবেষক রক্ষা কুমার, ইন্দোনেশিয়ার একজন সংবাদমাধ্যমের স্বাধীনতা গবেষক বিজয়ান্তো, প্রবীণ চীনা সাংবাদিক ভিভিয়ান উ এবং সার্বিয়ার একটি তথ্য-পরীক্ষা সংস্থার সাংবাদিক জোভানা প্রেসিকের সাথে কথা বলেছি।

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট আপনাকে সারাবিশ্বের স্থানীয় খবর নিয়ে আসে। প্রতি সপ্তাহে আমাদের সম্প্রদায়ের ভেতরের লোকজন তাদের সম্প্রদায়ের মধ্যে কোন সংবাদগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং তারা কীভাবে স্থানীয় প্রেক্ষাপটের বাইরে তাদের গল্পগুলি তৈরি করে তা ভাগাভাগি করে। স্থানীয় কণ্ঠে বিশ্বব্যাপী সংবাদের আপনার সাপ্তাহিক ডোজ এখনই শুনুন।

আপনি এই পর্বটি উপভোগ করে থাকলে অনুগ্রহ করে গ্রাহক হোন এবং আপনার বন্ধুদের আমাদের সম্পর্কে বলুন! আপনি টুইটারে আমাদের অনুসরণ করতে পারেন। এই পডকাস্টের সঙ্গীতটি আমাদের বর্ধিত গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের নিক মার্টকেনের ট্র্যাক “ভয়েজ” থেকে নেওয়া।

https://ia600103.us.archive.org/6/items/gvpodcastep-08/GVPodcastep08.mp3?_=1
Exit mobile version