সেবুতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস সম্মেলন ২০১৫-এর প্রথম দিনে আমরা কি নিয়ে কথা বলেছি

বিশ্বের ৬০ টির বেশী রাষ্ট্র থেকে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যরা ফিলিপাইনের সেবু সিটিতে এসে উপস্থিত হয়েছে। এই গ্লোবাল ভয়েসেস নাগরিক প্রচার মাধ্যম সম্মেলন ২০১৫-এ এই সম্প্রদায় নিজেদের মাঝে সাক্ষাতে গ্লোবাল ভয়সেস-এর দশ বছর পূর্তি উদযাপন করছে এবং তারা উন্মুক্ত ইন্টারনেট-এর সাথে সম্পর্ক, মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নাগরিক আন্দোলনের বিষয় অন্বেষণ করছে।

[View the story “#GV2015 #Cebu Summit – Day 1″ on Storify]
Exit mobile version