জিভি অভিব্যক্তিঃ ভেনেজুয়েলায় প্রতিবাদ

ভেনেজুয়েলা বর্তমানে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে, হাজার হাজার নাগরিক সঙ্ঘটিত হয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন। গত এক সপ্তাহের বেশী সময় ধরে ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এখন পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক এবং শত শত লোক গ্রেফতার হয়েছেন। এসব কি ঘটে চলছে?

জিভি অভিব্যক্তির এই সংস্করণে আমি এবং আমাদের ল্যাটিন আমেরিকার সম্পাদক সিলভিয়া ভিনাস গ্লোবাল ভয়েসেসের লেখক এবং ডিজিটাল অধিকার আইনজীবী মারিনে ডিয়াজ হারনান্দেজের সাথে কথা বলেছি, যার নাগরিক মিডিয়া এবং ওয়েব সেন্সরশীপ ট্র্যাকিং করা হয়েছে। তিনি ভেনিজুয়েলার মধ্যে একটি সরকার আরোপিত মিডিয়া নিষ্প্রদীপ।  

ভেনেজুয়েলায় দৈনন্দিন জীবন সম্পর্কে মেরিনে আলোচনা করেছেন – কিভাবে খাদ্য এবং ঔষধ সংকট জনগণের উপর প্রভাব বিস্তার করছে এবং দেশের সংবাদপত্রগুলো কাগজের অভাবে মাত্র চার পাতায় ছোট হয়ে এসেছে। যখন ভুল তথ্য এবং গুজব প্রকৃত ঘটনা জানার চেষ্টাকারীদের প্রতি মুহূর্তে হতবাক করছে, তখন তিনি Elperiodistacivico.com সহ বিকল্প অনলাইন সংবাদ উৎসের পরামর্শ দিয়েছেন, যেগুলো সত্য পরীক্ষণে আন্তরিক। 

Exit mobile version