জিভি অভিব্যক্তিঃ ফিলিপাইন্সে হাইয়ানের আঘাতে বেঁচে যাওয়া লোকদের সাহায্য

ফিলিপাইন্সের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি টাইফুন হাইয়ানের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন্সে হাজার হাজার লোক নিহত হয়েছে।

আমাদের স্থানীয় লেখকদের ভাষ্যমতে, বাড়ি হিসেবে ব্যবহৃত হওয়া একটি উসর জমিতে থাকা আরো অনেক লোক খাদ্য, পানি এবং ত্রান ছাড়া অসহায় ভাবে জীবন যাপন করছেন। হাইয়ানের কবল থেকে বেঁচে যাওয়া এ রকম কিছু সম্প্রদায় আছে, যারা স্থানীয়ভাবে ইয়োলান্ডা নামে পরিচিত। এসব সম্প্রদায়ের কাছে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ত্রান আসছে না।

ভিসেইস দ্বীপের লেইটি এবং সামার প্রদেশে সুপার টাইফুন আঘাত আনার এক সপ্তাহ পরে আমরা আমাদের ফিলিপিনো লেখক এবং একজন ত্রাণ কর্মীর সাথে কথা বলব যে, কীভাবে দেশটি এই দুর্যোগকে মোকাবেলা করছে, উদ্ধার তৎপরতার অগ্রগতি কতটুকু এবং সচেতন আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে আমরা কীভাবে তাঁদের সাহায্য করতে পারি।

ম্যানিলা থেকে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পাদক মং পেলাটিনো (@মংস্টের) এবং সক্রিয় ​​কর্মী ও ভিডিও সাংবাদিক চ্যান্টাল ইকো @চ্যান্টালইকো আমাদের সাথে যোগ দিবেন, যিনি তার নিজ ভুমি লেইটির জন্য ম্যানিলা থেকে ত্রাণ প্রচেষ্টা সমন্বয়ের কাজ করছেন।

এছাড়াও আমাদের বিশেষ কাভারেজ পাতা “হাইয়ানে বিধ্বস্ত ফিলিপাইন দেখুন

Exit mobile version