নাইরোবিতে শপিং মল হামলায় নিহত বন্ধুদের স্মরণ করছেন গ্লোবাল ভয়েসেসের একজন লেখক

শুরুফু হলেন দারুস সালাম ভিত্তিক একজন তাঞ্জানিয়ান সাংবাদিক। তিনি @shurufu (@শুরুফু) নামে টুইট করেন। তার লেখা পোস্ট পড়ুনঃ নাইরোবি মল আক্রমণ কিভাবে সামাজিক মিডিয়ায় উদ্ঘাটিত হল।

এই পোস্টটি লেখার সময় নাইরোবির ওয়েস্ট গেট শপিং মলে এক নৃশংস হামলায় ৬৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশী লোক আহত হয়েছে। বিদেশী এবং মধ্যবিত্ত শ্রেণীর কেনিয়ানদের জন্য শহরের সবচেয়ে জনপ্রিয় স্থানে অবস্থিত এই শপিং মলটিতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়, যেটি ১৯৮৮ সালে মার্কিন দূতাবাসে বোমাবর্ষণের পর থেকে দেশটিতে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী আক্রমন।

হামলায় ঘানার প্রখ্যাত কবি কফি আনার মারা গেছেন। এছাড়াও একজন সুপরিচিত সম্প্রচারকারী রুহিলা আদাতিয়াও হামলায় নিহত হয়েছেন। তিনি গর্ভবতী ছিলেন।

ওয়েস্ট গেট হামলায় আমিও অনেক বন্ধু হারিয়েছিঃ রস লাংডন এবং ইলিফ ইউভাজ দম্পতি তাদের প্রথম সন্তানের আশায় ছিলেন। তারা দারুস সালামে বাস করলেও শহরের চিকিৎসা পছন্দের কারণে তাদের বাচ্চার জন্য সেসময় নাইরোবিতে অবস্থান করছিলেন। ইলিফ জনস্বাস্থ্য বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ক্লিনটন ফাউন্ডেশনের কাজের জন্য দারুস সালামে যাতায়াত করতেন। গত আগস্ট মাসে তাঞ্জানিয়া সফরকালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎের জন্য তিনি এখানে এসেছিলেন:

গত আগস্ট ২০১৩ তারিখে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করছেন ইলিফ ইয়াভুয। ছবিঃ মিস ইয়াভুযের ফেসবুক পাতা। 

ইলিফ ছিলেন স্মার্ট, বিদগ্ধ, নিরস্ত্র, কমনীয় এবং আনন্দময়ী একজন নারী। তিনি হয়তো একজন চমৎকার মা হতেন। তার প্রেমিক রস ছিলেন অস্ট্রেলীয় হাস্যরস এবং রূচিবোধ সম্পন্ন। এছাড়াও তিনি ছিলেন একজন প্রতিভাবান স্থপতি। আঞ্চলিক অ্যাসোসিয়েটস নামের একটি সফল আন্তঃ মহাদেশীয় নকশা স্টুডিওর তিনি একজন সহ প্রতিষ্ঠিতা। গত বছরের টেডেক্সক্রাকাওতে বহুরুপী স্থাপত্য বিষয়ে তিনি কি বলেছিলেন তা এখানে রয়েছে:

রস বাবা হওয়ার জন্য উন্মুখ ছিলেন।

কিন্তু রস এবং ইলিফ এখন চলে গেছেন। এই দুজন চমত্কার মানুষ, অধ্যাপক অনার এবং শ্রীমতি আদাতিয়া, বুগুয়া, অয়াহিতো এবং ​​অন্য সব নির্দোষ আত্মারা কেন ওয়েস্ট গেট মল বিধ্বস্ত হয়ে মারা গেলেন তার কারণ ব্যাখ্যা করা খুব কঠিন।

প্রার্থনা করি, তারা সবাই শান্তিতে থাকুন।

এছাড়াও পড়ুন: নাইরোবি মল আক্রমণ কিভাবে সামাজিক মিডিয়ায় উদ্ঘাটিত হল।

Exit mobile version