হাঙ্গেরীয় ব্লগারের অবৈধ ভোটার ডাটাবেজের গোপন ভিডিও ফাঁস

ধূসর গ্রেহাউন্ড তার টাম্বলার ব্লগে শহরটিতে মধ্য-মেয়াদী মেয়র নির্বাচন অনুষ্ঠানের সময় পেকস এলাকায় ২০০৯ সালে অবৈধ ভোটার ডাটাবেজ ‘তৈরীর’ একটি তথ্যচিত্র [হাঙ্গেরীয় ভাষায়] প্রকাশ করেছে। অনুরূপ একটি ফাঁস হয়েছিল ২০১০ সালে। এতে এক লক্ষ ভোটারের ভোট পছন্দ করা পার্টির একটি রেজিস্ট্রি রয়েছে একথা প্রকাশ করা ফিডেজ পার্টির পরিচালক গ্যাবর কুবাতভের কণ্ঠস্বরের রেকর্ড অনলাইনে প্রকাশিত হয়েছিল। মামলাটি “কুবাতভ তালিকা” নামে পরিচিত।বর্তমান তথ্যচিত্রেও জনাব কুবাতভকে দেখা গিয়েছে। অভ্যন্তরীণ প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি তৈরীতে অংশ নেওয়া একজন ব্যক্তি প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।

Exit mobile version