কাজাখস্তান ল্যাটিন লিপি গ্রহণ করতে যাচ্ছে

বছরের পর বছর ধরে চলা এক তীব্র বিতর্কের পর, অবশেষে কাজাখস্তান, ল্যাটিন লিপি গ্রহণের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে সিরিলিক লিপি পরিত্যাগ করতে যাচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে যে বর্ণমালা এখনো দেশটিতে বিভেদ সৃষ্টিকারী বিতর্কের এক বিষয় (উদাহরণ হিসেবে এই ব্লগের নিচে আসা শত শত মন্তব্য দেখুন [রুশ ভাষায়])। মাইকেল হ্যানকক এই বিষয়ে রেজিস্টান.নেট–এ লিখেছে:

এই বিষয়ে আমার আপত্তি রয়েছে যে [ল্যাটিন ভাষাকে গ্রহণ করার কর্মসূচি] কাজাখস্তানের নাগরিকদের, তাদের অতীত এবং বর্তমান পরিস্থিতির ধরন উপলব্ধি করার বিষয়ে ব্যাপকভাবে প্রভাব ফেলবে।

Exit mobile version