মেক্সিকাতে প্রতিদিন ১৪ জন নারীহত্যা

নারী অধিকার গোষ্ঠী ফুন্দাসিওন ওরিজেন (মূল ফাউন্ডেশন) প্রকাশিত একটি প্রতিবেদন [স্প্যানিশ ভাষায়] অনুসারে সহিংসতার শিকার প্রতিদিন চৌদ্দজন নারী [মারা যাচ্ছে।]

এরউইন সি. দি ল্যাটিন এমেরিকানিস্ট (লাতিন আমেরিকানবাদী) ব্লগে মেক্সিকোতে নারীদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত একটি পোস্টে এই প্রতিবেদনটি তুলে ধরেছেন। এছাড়া এরউইন এই ব্যাপারে নতুন শপথ নেয়া রাষ্ট্রপতি এনরিকে পেনা নিয়েতো’র রেকর্ডের প্রতিও লক্ষ্য রেখেছেন।

Exit mobile version