রাশিয়াঃ আইন প্রণেতারা নিদৃষ্ট ব্লগারদের উপর কর আরোপ করার বিবেচনা করছে

এমন একটি নির্দেশনা পাওয়া গেছে যে রাশিয়ার আইন প্রণেতারা হয়ত শীঘ্রই সেই সমস্ত ব্লগাদের উপর একটি কর আরোপের কথা বিবেচনা করছে [রুশ ভাষায়], যারা তাদের সাইটে প্রাপ্ত বিজ্ঞাপন দ্বারা লাভবান হয়। ব্লগার ওলেগ কজোইয়ারোভ [রুশ ভাষায়] যুক্তি প্রদান করেছেন যে এই ধরনের পদক্ষেপ ক্রেমলিনের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে, বিশেষ করে সেক্ষেত্রে রাষ্ট্রিয় কোষাগার থেকে টাকা উপার্জনের অভিযোগে সরকার-পন্থী রুনেট “ট্রল” নামক সাইটটি অবৈধ হয়ে যাবে।

Exit mobile version