অস্ট্রেলিয়া: নেতৃত্ব নির্বাচন করার পূর্বে রাজনৈতিক পক্ষাঘাত

অস্ট্রেলিয়ার শাসক দল বর্তমান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এবং ২০১০ সালে তিনি যার অবস্থানটি দখল করেছেন সেই কেভিন রুডের মধ্যে একজনকে বেছে নেবে। একটি সাংঘাতিক আত্মবিধ্বংসী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সপ্তাহ পার করার পরে অস্ট্রেলীয় লেবার পার্টির সাংসদরা এই ভোট দিবে।

অসংখ্য মন্তব্যকারী সহ ব্লগার ল্যাভারটাস প্রোডিওকে তিরস্কারের কাজটি টুইটার ব্যবহারকারীরা মহোৎসাহে গ্রহণ করেছে। অনেকের পছন্দের ট্যাগ #রেসপিল হলেও মনে হচ্ছে কিছুটা উদ্ভট #কেভেঞ্জ টুইটারভিলের মেজাজটিকে ধারণ করেছে।

কেভিন রুডের মেয়ে জেসিকা সময়োপযোগী টুইটের মূল্য জানেন:

@@জেস_রুডআপনার জন্য গর্বিত বাবা… অনেকটা গোল্লায় যাওয়ার মত গর্বিত (এখানে এফিং শব্দ ব্যবহার করা হয়েছে যা অনেকটা ধর্ষণ বা জোর করে মিলন অর্থে ব্যবহার হয়)। এক্সএক্সএক্সএক্স

সপ্তাহের প্রথম দিকে তার পিতার ভিডিও “শুভ ছোট্ট ভেজেমাইট” (ভেজেমাইট হচ্ছে মদ উপজাত জেলির মতা খাবার) মুক্তি পাওয়ার পরে “এফিং বা বাধ্যগত মিলন” শব্দটি মানানসই মনে হয়েছে। ভিডিওটিতে অনেক গালাগালি রয়েছে:

উভয় পক্ষ থেকে ধারনা করা হচ্ছে যে রুডকে বিব্রত বা তাকে মহান করতে অন্য কেউ ভিডিওটি পোস্ট করেছে । ক্যাসি হোয়াইট প্রাক্তন-প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উভয়কে দেখে থাকতে পারেন:

@ক্যাসি_হোয়াইট: আমি যেই ভিডিওটি পেয়েছি তা করা হয়েছে @কেরুডএমপিকে বিব্রত করার জন্যে। কিন্তু এটা দেখার পর আমি তাকে পছন্দ করতে শুরু করেছি http://bit.ly/w02qvX। এক অস্ট্রেলীয় নাগরিক যে শপথ উচ্চারণ করে, দেখে ধাক্কা খেয়েছি!!

@ভোট৪(ফর)রুড নামে আবির্ভূত নতুন একজন রুড-অনুসারী ব্যবহারকারী জিজ্ঞেস করেছেন, “কেভিন রুডকে ফিরে পেতে চাইলে আমাদের অনুসরণ করুণ!” জনপ্রিয়তার ধারণা তৈরী হওয়া সত্ত্বেও দুইদিনে কেভিনের মাত্র ১৪১ জন সমর্থক জুটেছিল।

যে সব সাংসদ কিভাবে ভোট দিবেন তা এখনো নির্দেশ করেননি, টুইটারে তাদের চেপে ধরা হয়েছে। @এবিসিনিউজ২৪-এর লতিকা বুর্কের মতো সাংবাদিকদের অবিশ্রান্ত মনে হচ্ছে। তিনি, দিনের পর দিন এন্থনি অ্যালবানিজকে অনুসরণ করে তার পুরো রেডিও সাক্ষাৎকারটি সরাসরি টুইট করেছেন:

@@ল্যাটিক্যাম্বুর্কে:এন্থনি অ্যালবানিজ নিজেকে পুরোনো ধাঁচের (মানুষ) অভিহিত করে প্রথমেই জনগণকে গিলার্ড/সোয়ানকে ভোট না দিতে বলে রুডকে ফোন করেন। #রেসপিল

তার টুইটি-টি পেশাদারী সাংবাদিকতার জন্যে সামাজিক প্রচার মাধ্যম ব্যবহারের একটি কেস স্টাডি। প্রচার মাধ্যম, সোপ অপেরা সম্পর্কে পুরাতন নীতিবাক্য নিয়ে পড়েছিল । কিন্তু সেটা প্রধানমন্ত্রী বা নেটি নাগরিক টম টেলর কাউকেই হাসাতে পারেনি:

@@টমটেলরমেড:গিলার্ড: ‘এটি সেলিব্রিটি বিগ ব্রাদারের কোন পর্ব নয়।’ আমরা জানি, জনগণ সেলিব্রিটি টিভি অনুষ্ঠান বিগ ব্রাদারে ভোট দিতে পারে।

#কেভেঞ্জের আজ (২৫ ফেব্রুয়ারী ১২) থেকে করা কিছু কিছু টুইটকে যথাযথ মনে হচ্ছে:

‏@বেনপ্যাকহ্যাম:এই পর্যায়ে রুড অনেক পিছনে রয়েছে। কিন্তু সমগ্র মানুষের ক্ষমতার এই বিষয়টি আসলেই অশুভ মেধা #কেভেঞ্জ

@@অ্যাজঘেব্রানিয়াস:জুলিয়া, যখন থেকে আপনি কেভিন রুড নামক এই বানরকে আপনার পিঠ থেকে ঝেড়ে ফেলেছেন, তারপর থেকে আপনাকে সত্যিই চিত্তাকর্ষক লাগছে। #অসপোল #রেসপিল # শবাবহমব

@@সুজিজ্যাকবস্: গিলার্ড কখনো তার উত্তরাধিকারের দুর্গন্ধ থেকে মুক্তি পাবে না #অসপোল #রেসপিল #কেভেঞ্জ

ক্যাপ্টেন ডেঞ্জার গণমাধ্যমের দলীয় চিন্তায় স্পষ্টতই হতাশ:

@@ক্যাপ্টেন_ডেঞ্জার_: আমি অনেক বেশি অস্ট্রেলিয় সাংবাদিককে অনুসরণ করি। এখানে এটি যেন একটি অদ্ভুত প্রতিধ্বনির প্রকোষ্ঠ #রেসপিল #কেভেঞ্জ #অ্যালবোলাভ

ভোট সকাল ১০.৩০, সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ক্যানবেরার স্থানীয় সময়। আমার পরের পোস্টে আমি সোমবারের ভোটের ফলাফল প্রদান করব।

(ব্যক্তিগত স্বীকারোক্তি: ৪০ বছর ধরে অস্ট্রেলীয় লেবার পার্টির একজন সদস্য হিসেবে আমি নেতৃত্বের পরীক্ষায় আমার অবস্থান অনলাইনে পরিষ্কার করেছি: #আইসাপোর্টগিলার্ড)
Exit mobile version