গ্লোবাল ভয়েসেস অনলাইন গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত

২০১০ সালের উই মিডিয়া গেম চেঞ্জার পুরস্কারের জন্য গ্লোবাল ভয়েসেস অনলাইন মনোনীত হয়েছে। কমিউনিটি চয়েজ ফাইনালিস্টের তালিকায় সাইটটি মনোনীত হয়েছে। গ্লোবাল ভয়েসেস অনলাইন (জিভিও) বেশ কিছু ব্যক্তি, প্রকল্প এবং প্রতিষ্ঠানের সাথে এই মনোনয়ন লাভ করেছে, যাদের মনোনীত করেছে উই মিডিয়া গ্লোবাল কমিউনিটি।

উই মিডিয়ার সূত্রানুসারে:

গেম চেঞ্জার সমাজকে জ্ঞানের দিকে নিয়ে যায়। তারা উৎসাহজনক অংশগ্রহণ ও প্রচার মাধ্যমের বিভিন্ন কাজের মধ্য দিয়ে এই কাজটি করে, এবং আমরা উই মিডিয়া মায়ামি তাদের অর্জনকে এক অনুষ্ঠানের মধ্যে উদযাপন করব, বার্ষিক এক উদ্ভাবন চিন্তাপূর্ণ সম্মেলন, যেখানে তাদের গল্প এই অনুষ্ঠানের অন্যতম উপাদান হবে। তারা উদাহরণ সৃষ্টি করেছে। তারা সকল পর্যায়ের নেতা এবং ভবিষ্যৎ দ্রষ্টাদের ভেতরে জ্ঞান তৈরি করে এবং প্রেরণা জোগায়। কিভাবে পথ খুঁজে নিতে হয় তা দেখানো ও সমাজকে সংযুক্ত করার মধ্যে দিয়ে তারা এসব প্রদর্শন করে।

ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ভোটের পরিসমাপ্তিতে সবচেয়ে বেশি ভোট পাবে, তারা বার্ষিক উই মিডিয়া সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবে। এই অনুষ্ঠানটি ৯-১১ মার্চ, ২০১০ এ, মিয়ামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রাপ্ত সকলকেই সেই অনুষ্ঠানে সম্মান প্রদর্শন করা হবে।

গ্লোবাল ভয়েস অনলাইনকে ২০১০ উই মিডিয়া গেম চেঞ্জার পুরস্কার অর্জনে দয়া করে এখানে আপনার ভোটটি প্রদান করুন। ভোট প্রদানের শেষ সময় ৩ ফেব্রুয়ারি, ২০১০-এ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত (ইস্টার্ন স্টার্ন্ডাড বা যুক্তরাষ্ট্রের সময়ানুসারে)।

Exit mobile version