ভারত, পাকিস্তান: পুরোনো ক্ষতকে জাগিয়ে তোলা

পার্মানেন্ট রেভলিউশন ব্লগে ভি কৃষ্ণ আনণ্থ প্রাক্তন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জশবন্ত শিং এর সাম্প্রতিক প্রকাশিত একটি বই নিয়ে প্রচার মাধ্যমের বাড়াবাড়ি সম্পর্কে আলোচনা করেছেন। এই বইতে শিং ভারতের সেই পুরোনো ধারণাকে চ্যালেন্জ করেছেন যে পাকিস্তানের জাতির পিতা মুহম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্যে একটি আলাদা রাষ্ট্র চেয়েছিলেন বলেই ভারত ভাগ তরান্বিত হয়েছিল। শিং এর এই দর্শনের জন্যে তাকে তার দল বিজেপি থেকে বহিষ্কার করা হয়

Exit mobile version