বাংলাদেশ: বিচার বিভাগকে নিয়ে প্রশ্ন

এন অর্ডিনারী সিটিজেন মন্তব্য করছে এক বছর আগে প্রশাসন থেকে আলাদা হওয়া বাংলাদেশের বিচার বিভাগের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে: “দেখা গেছে বিচার বিভাগের উপর প্রশাসনের লম্বা হাত গুটানো হয়নি। রাজনৈতিক মামলাগুলো, বিশেষ করে দুর্নীতি সংক্রান্ত কেস নিরপেক্ষভাবে পরিচালিত হয়নি। যেসব জামিন দেয়া হয়েছে বা অস্বীকার করা হয়েছে তার জন্যে যে যুক্তি দেখানো হয়েছে তা জনগণের কাছে এমনকি বিশেষজ্ঞদের কাছেও বোধগম্য হয়নি বা যুক্তিযুক্ত মনে হয়নি।”

Exit mobile version