চুপ!…গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ শুরু হয়েছে

যদি গ্লোবাল ভয়েসেস সাইটে কয়েকদিন ধরে কম লেখা প্রকাশ হয়ে থাকে তাহলে ঘাবড়াবেন না। কারন প্রায় ৮০ জন লেখক, সম্পাদক ও অনুবাদক-ব্লগারকে আমরা হাঙ্গেরীর বুদাপেস্টে নিয়ে এসেছি অনলাইনে বাক স্বাধীনতা, সিটিজেন মিডিয়া এবং ভবিষ্যতে গ্লোবাল ভয়েসেসের ভূমিকা কি হবে তা আলোচনা করতে। আপনারা আমাদের সারাদিনের কর্মসূচী দুর থেকেই দেখতে পাবেন সরাসরি সম্প্রচারিত ওয়েবকাস্ট, লাইভব্লগ, টুইটার এবং ছবির মাধ্যমে। আমাদের সামিট ওয়েবসাইটে আরও বিস্তারিত রয়েছে।

অনেক গ্লোবাল ভয়েসেসের ব্লগারই সারা বছর ধরে অনলাইনে একসাথে কাজ করলেও এই প্রথম মুখোমুখী হচ্ছে। এই মিটিংয়ে সারা বিশ্বের সমস্ত মহাদেশ থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণ করছেন। এর সাথে প্রচার মাধ্যমের ১২ জন সাংবাদিকও রয়েছে। যারা বুদাপেস্টে অথবা বিশ্বের অন্য কোন স্থান থেকে আমাদের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ।


Exit mobile version