হাঙ্গেরীয় পর্যবেক্ষক অতলাৎযো দরিদ্রদের জন্যে ইইউ-তহবিলযুক্ত প্যাকেজের অতিরিক্ত মূল্য বিষয়ে ডেটা পেতে এফওআইএ মামলা করেছে

ফিডেজ এমপি বেলা মিহালফি ২০২১ সালের অক্টোবরে একটি ইইউ খাদ্য প্যাকেজ বিতরণ করছেন। উৎস: তার ফেসবুক পৃষ্ঠা থেকে নেওয়া প্রচারমূলক ছবি। ন্যায্য ব্যবহার।

গ্লোবাল ভয়েসেসের সাথে অংশীদারিত্বের অংশ হিসেবে হাঙ্গেরীয় অনুসন্ধানী সাংবাদিকতার অলাভজনক সংস্থা অতলাৎযো প্রকাশিত এই গল্পটির একটি সম্পাদিত সংস্করণ এখানে প্রকাশিত হয়েছে।

নথিগুলি প্রকাশিত হলেও তথ্যের স্বাধীনতা (এফওআই) মামলা প্রকাশ করেছে দরিদ্রদের জন্যে ইইউ-অর্থায়নকৃত প্যাকেজে অতিরিক্ত মূল্য নির্ধারণের জন্যে হাঙ্গেরীয় সরকার দোষী। তারা প্রতি লিটার দুধের বাজার মূল্য ১৫৯ হাঙ্গেরীয় ফোরিন্তের (প্রায় ৪৯ টাকা) চেয়ে তিনগুণ বেশি ৫১৬ হাঙ্গেরীয় ফোরিন্ত (প্রায় ১৬০ টাকা) নিয়েছে।

বুদাপেস্ট-ভিত্তিক পর্যবেক্ষক বেসরকারি সংস্থা এবং অনুসন্ধানী সাংবাদিকতা কেন্দ্র অতলাৎযোর সাংবাদিকরা হাঙ্গেরীয় সামাজিক বিষয়ক ও শিশু সুরক্ষা মহাপরিদপ্তরের (এসজেডজিওয়াইএফ) বিরুদ্ধে মামলা করে জিতেছে: ইইউর অর্থ দিয়ে দরিদ্রদের জন্যে বিতরণ করা খাদ্য প্যাকেজের কাঠামো চুক্তির সংযোজনে ঠিক কী ছিল তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে প্রকাশ করতে হবে। এগুলি ২০১৭ সালে সর্বাধিক বঞ্চিতদের জন্যে পার্সেলে রাখা খাবারের জন্যে প্রকাশ্য ক্রয় চুক্তির বিজয়ীদের প্রস্তাবিত মূল্য নির্ধারণ করে। পরিসংখ্যান নৃশংসভাবে অতিরিক্ত মূল্য প্রদর্শন করে।

হাঙ্গেরীয় সরকার এসজেডজিওয়াইএফের মাধ্যমে অভাবী লোকদের কাছে ইইউর অর্থ বিতরণ করছে। হাঙ্গেরীয় কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের মতে ২০১৭ সালে এক লিটার দুধের দাম ২০৫ হাঙ্গেরীয় ফোরিন্ত (প্রায় ৬৩.৫৫ টাকা) হলেও বিশেষ প্রস্তাব ক্যাটালগ অনুসারে এটি সস্তা মূল্যে কেনা সম্ভব ছিল। কিন্তু অভাবীদের জন্যে নয়।

“কর্মসূচিটির লক্ষ্য দারিদ্র্য হ্রাস করার জন্যে অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থা্র দ্বারা পরিপূরক হিসেবে পর্যাপ্ত খাদ্য ও মৌলিক ভোগ্যপণ্যের ঘাটতি দূর করা। একইসাথে এটি দুটি ক্ষেত্রে ফলাফল অর্জনের লক্ষ্য রাখে: একদিকে সবচেয়ে বঞ্চিতদের জন্যে এবং অন্যদিকে স্থায়িত্বের জন্যে” – উদ্ধৃতিটি সরকারের ওয়েবসাইট থেকে নেওয়া।

এসজেডজিওয়াইএফ সমন্বিত ২০১৮ সালে চালু এই কর্মসূচিটি নিয়ে অতলাৎযো বেশ কয়েকটি গল্প লিখেছে। কয়েক মাস ধরে মহাপরিদপ্তর অভাবী লোকদের জন্যে ক্রমবর্ধমান ব্যয়বহুল খাদ্য প্যাকেজে কী আছে তা গোপন রেখেছে।

সরকারি প্রতিষ্ঠানটি অতলাৎযোর কাছে আরএসজেডটিওপি-৪.১.১ কাঠামো চুক্তির একটি বাধ্যতামূলক উপাদান হলেও তিনটি বিজয়ী কোম্পানি কোন পণ্যের জন্যে ও কতো মূল্যে বিড করছে তা  বিস্তারিতভাবে তালিকাভুক্ত করা শর্তটি প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। অতলাৎযো ২০২১ সালের শেষের দিকে প্রথম দৃষ্টান্তে এবং ২০২২ সালের মে মাসে দ্বিতীয় দৃষ্টান্তে এফওআই মামলা জেতার ফলে সাংবাদিকরা অবশেষে খুব শীঘ্রই অনুরোধ করা স্প্রেডশীটটি পেয়েছিল।

খাদ্য প্যাকেজগুলির বিষয়বস্তু নিয়ে মামলা

এর আগে অতলাৎযো প্যাকেজগুলিতে ঠিক কী ছিল ও বাজারের দামের তুলনায় তাদের দামগুলি কেমন ছিল – অন্তত আমাদের হিসেব অনুসারে – তা খুঁজে পায় । ২০১৮ সালে আদেশ করা প্রথম প্যাকেজের প্রতিটির মধ্যে মধ্যে ১.৫% দুধ, ময়দা, চিনি, বরফের চিনি, মধু, চাল, পাস্তা, ডিম, বার্লি, টিনজাত সবুজ মটরশুটি, টিনজাত শুকনো মটরশুটি, রান্নার তেল, কোকো পাউডার, জ্যাম, গৌলাশ ক্রিম, কিশমিশ, কনডেন্সড মিল্ক, কনডেন্সড টমেটো, টিনজাত দুপুরের খাবারের মাংস ছিল।

অতলাৎযো ২০২০ সালের মূল্য ব্যবহার করে দেখিয়েছে সবচেয়ে সস্তা পাইকারি প্রস্তাবটি সরকারি প্রস্তাবের চেয়ে ৩৩% কম এবং সবচেয়ে দামি ঝুড়িটিও বিজয়ী ঝুড়ির চেয়ে ২৪% কম।

এসজেডজিওয়াইএফের ওয়েবসাইটটি কর্মসূচির একটি কাঠামো চুক্তির উল্লেখ করার পরপরই এটি সরিয়ে ফেলা হয়

৯৫০ কোটি হাঙ্গেরীয় ফোরিন্তের (প্রায় ২৯৪.৫ কোটি টাকা) কাঠামো চুক্তির অংশ হিসেবে “প্রতিটি পণ্যের জন্যে ইউনিট মূল্য বিক্রেতাদের প্রস্তাবগুলিতে অন্তর্ভুক্ত করে মূল্যগুলির একটি সারণি এই চুক্তিতে যুক্ত করা হয়েছে।” এসজেডজিওয়াইএফ এসব প্রকাশ করতে না চাইলেও আদালত সেটা করার আদেশ দেয়।

২০২৩ সালের দাম ২০১৭ সালে

অতলাৎযো চুক্তিটি স্বাক্ষরের বছর ২০১৭ সালে নির্ধারিত মূল্যের তিনটি স্প্রেডশীট হাতে পায়। কাঠামো চুক্তিটিতে ন্যাতুর-রোস্ট কেএফটি, এঙ্গার কেএফটি ও কাতা-মিল প্লাস বিটি নামের তিনটি কোম্পানি বিড জমা দেয়।

এসজেডজিওয়াইএফের পাঠানো সংযুক্তি অনুসারে প্রতিটি পণ্যের দাম এভাবেই হিসেব করা হয়। কাঠামো চুক্তিটি ২০১৮ সালে স্বাক্ষরিত হলেও সংগ্রহটি ২০১৭ সালে হওয়ায় অতলাৎযো দল তুলনা করার জন্যে হাঙ্গেরীয় কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস থেকে ২০১৭ সালের দাম যুক্ত করে নীচের সারণিটি প্রস্তুত করে।

হাঙ্গেরীয় কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের সামাজিক বিষয়ক ও শিশু সুরক্ষা মহাপরিচালক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অতলাৎযো প্রদত্ত হাঙ্গেরীয় কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের ২০১৭ সালে নথিভূক্ত কিছু কিছু খাবারের প্যাকেজ আইটেমের চুক্তিবদ্ধ মূল্য ও দাম। ফ্লুরিশের মাধ্যমে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে।

পরিসংখ্যানগুলি অতলাৎযোকে সরকারের ওয়েবসাইটের উপর বিজয়ী প্রতিবেদনের পুনর্ব্যাখ্যা করার অনুমতি দেয়। পণ্যগুলি বাজার মূল্যে বিক্রি করা হলে এমনকি লাভ করার পরেও ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচি থেকে অভাবীরা আরো অনেক বেশি সাহায্য পেতে পারতো।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .