তাহিতিবাসীরা নাচতে জানে!

পানদানু বৃক্ষের পাতা দিয়ে বানানো পোষাক পরে সত্তুরজনেরও বেশী তাহিতি নর্তকীরা নাচ করছেন। টিকি গ্রাম চিরায়ত তাহিতি গ্রামেরই এক প্রতিচ্ছবি। এখানে পর্যটকরা গ্রামবাসী প্রদর্শিত বিভিন্ন কলা যেমন টাট্টু করা, কাপড় বোনা, গান গাওয়া এবং অবশ্যই নাচ উপভোগ করতে পারেন ।

উপরের ছবিদুটি ফেনুয়ার (ফ্রেন্চ পলিনেশিয়ার একটি ফটোব্লগের সৌজন্যে)। এই ফটোব্লগে আরও পাবেন তাহিতির সেরা সুন্দরী এবং স্থানীয় শিল্পীদের ছবি।

Exit mobile version