‘মাওহি জীবন গুরুত্বপূর্ণ’: ফরাসি পারমাণবিক পরীক্ষার ধারাবাহিকতার নিন্দা করেছে তাহিতির বিক্ষোভকারীরা

ফরাসি পলিনেশিয়ায় লিকর্ন তাপ-পারমাণবিক পরীক্ষার একটি ধারাবাহিকের তৃতীয় ছবি এটি। এটি ফরাসি সেনাবাহিনীর তোলা ছবির (ডিজিটালভাবে পুনরুদ্ধার করা) মুদ্রিত কপির একটি স্ক্যান। ফ্লিকার ব্যবহারকারী পিয়েরে জে এর ছবি এবং ক্যাপশন। (সিসি বাই-এনসি-এসএ ২.০)

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক পরীক্ষা কর্মসূচির জন্যে ফরাসি সরকারের পুরোপুরি জবাবদিহিতা গ্রহণে ব্যর্থতার নিন্দা জানাতে এক হাজারেরও বেশি মানুষ তাহিতির রাজধানী পাপিতেতে জড়ো হয়েছিল

১৯৬৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ফ্রান্স মাওহি নুইতে (ফরাসি পলিনেশিয়া) ১৯৩টি পরমাণু পরীক্ষা চালিয়েছে । ১৭ জুলাই, ১৯৭৪ তারিখে প্রশান্ত মহাসাগরে ফ্রান্স “সেন্টর” সাংকেতিক নামে তার ৪১ তম পারমাণবিক বোমা পরীক্ষা  চালালে সেটা পারমাণবিক বিপর্যয়ের দিকে ধাবিত হয়।  সেই দিনের আবহাওয়ার কারণে পরীক্ষাটি বায়ুমণ্ডলে তেজষ্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়লে সমস্ত ফরাসি পলিনেশিয়া আক্রান্ত হয়। পরীক্ষার ৪২ ঘন্টা পরেই তাহিতি এবং বাতাসের দিকের আশেপাশের দ্বীপপুঞ্জের বাসিন্দারা উল্লেখযোগ্য পরিমাণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের সমস্যা সৃষ্টিকারী আয়নিত বিকিরণের শিকার হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পারমাণবিক ন্যায়বিচারের জন্যে অব্যহত লড়াইয়ের কথা তুলে ধরতে ১৭ জুলাই, ২০২১ তারিখে #মাওহি_জীবন_গুরুত্বপূর্ণ ব্যানারে বিক্ষোভটি আয়োজিত হয়। প্রচারকারীরা বলেছে যে পারমাণবিক পরীক্ষার নেতিবাচক পরিবেশ ও স্বাস্থ্যগত প্রভাবকে স্বীকৃতি দিয়ে ২০১৬ সালে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদের বিবৃতি সত্ত্বেও ফরাসি সরকার ফরাসি পলিনেশিয়াকে ক্ষতিপূরণ বা পুনর্বাসন প্রদানের উদ্দেশ্যে খুব কমই কাজ করেছে।

তাহিতিতে “#মাওহি জীবন গুরুত্বপূর্ণ!” সমাবেশের জন্যে তাভিনি হিহাত্বিহা তে আও মাওহি দল গির্জা এবং সম্প্রদায়ের সংগঠনগুলিতে যোগদান করেছে! ফরাসি রাষ্ট্রপতি #ম্যাক্রঁ ২৪-২৭ জুলাইয়ের মধ্যে তাহিতিতে দীর্ঘ বিলম্বিত সফরটি করবেন এবং অনেকেই চাইছে তিনি ১৯৩টি ফরাসি পারমাণবিক পরীক্ষার উত্তরাধিকার নিয়ে কথা বলুন।

পারমাণবিক পরীক্ষাগুলি সম্পর্কে ২,০০০ পৃষ্ঠার অশ্রেণীকৃত ফরাসি সামরিক নথি বিশ্লেষণ করার পরে ২০২১ সালের মার্চ মাসে ইন্টারপিআরটি এবং ডিসক্লোজের একদল গবেষক এবং তদন্তকারী সাংবাদিক পরীক্ষাগুলির স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে তাদের অনুসন্ধান প্রকাশ করে

আমাদের গণনা অনুসারে প্রাপ্ত ডোজগুলির বৈজ্ঞানিক পুনর্মূল্যায়নের উপর ভিত্তি করে এই অঞ্চলে সেসময়ের প্রায় পুরো পলিনেশীয় জনসংখ্যা প্রায় ১,১০,০০০জন সংক্রমিত হয়েছিল।

এই প্রতিবেদনটি ফ্রান্সে তাদের পারমাণবিক পরীক্ষা কর্মসূচির প্রভাব সম্পর্কে জনসচেতনতা পুনরুজ্জীবিত করেছে। সরকার জুলাইয়ের গোড়ার দিকে প্যারিসে এই বিষয়টি নিয়ে একটি গোলটেবিল আলোচনা করে। কেউ কেউ ফরাসি পলিনেশিয়া অঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচেষ্টার বিষয়ে স্বচ্ছতার অভাবের জন্যে ফরাসি সরকারের সমালোচনা করলেও কর্মকর্তারা এই দাবিগুলি অস্বীকার করেছে

তাহিতির বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেছে ফরাসি পলিনেশীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ফরাসি সরকারের আরো বেশি কিছু করা দরকার। কেউ কেউ উল্লেখ করেছে যে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যা সক্রিয় করতে ফ্রান্সের ভূমিকার জন্যে যদি ক্ষমা চাইতে পারেন, প্রশান্ত মহাসাগরে পারমাণবিক পরীক্ষার ক্ষতিকারক উত্তরাধিকারের জন্যে অনুরূপভাবে তার অন্তত ক্ষমা প্রার্থনা করা উচিৎ।

#মাওহি_জীবন_গুরুত্বপূর্ণ প্রতিবাদটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংহতি জাগিয়ে তুলেছে।

পারমাণবিক পরীক্ষার আঁচ তাদের দ্বীপগুলিকে ছেয়ে যাওয়ার দিনটির স্মরণে আমরা ফরাসি পলিনেশিয়ায় পদযাত্রাকারী অসংখ্য মানুষ এবং ফ্রান্সের এই ক্ষয়ক্ষতির দায় স্বীকারের দাবির সাথে সংহতি জানাই। #পারমাণবিক_নিষেধাজ্ঞা #মাওহি_জীবন­_গুরুত্বপূর্ণ

মাওহি নুইয়ের সাথে #প্রশান্তমহাসাগরীয়_সংহতি
আজ আমরা আমাদের মাওহি ভাই-বোনদের সাথে #ফ্রান্সকে #মাওহি_জীবন­_গুরুত্বপূর্ণ আহ্বানে যোগ দিয়েছি।
পিয়াঙ্গো ইডি @ইমেলাইনেল্লোলাহিয়া। #মাওহি_জীবন­_গুরুত্বপূর্ণ #পারমাণবিক_ন্যায়বিচার #পারমাণবিক্মুক্ত_স্বাধীন_প্রশান্তমহাসাগর #নতুন_মুক্ত_পথ

পশ্চিম পাপুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই প্রতিবাদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন:

#মাওহির প্রতি সংহতিতে পশ্চিম পাপুয়ার নেতৃবৃন্দ। মাওহিতে ৫০+ বছরের পরমাণু পরীক্ষার কথা স্মরণ করে পশ্চিম পাপুয়া্র নেতারা একটি স্বাধীন ও পারমাণবিকমুক্ত প্রশান্ত মহাসাগরের আহ্বান জানিয়েছে। #প্রশান্ত_মহাসাগরীয়_সংহতি #মাওহি_জীবন­_গুরুত্বপূর্ণ #পারমাণবিকমুক্ত_স্বাধীন_প্রশান্তমহাসাগর

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির যুবকর্মীরাও এই প্রতিবাদে অংশ নিয়েছে:

শোন, ফ্রান্স! মাওহি জীবন গুরুত্বপূর্ণ!
পারমাণবিক পরীক্ষা, মানবতার বিরুদ্ধে অপরাধ!
এখনই প্রশান্ত মহাসাগর পারমাণবিক মুক্ত এবং স্বাধীন করো!
৫০ বছর + ১৯৩ পরীক্ষা = অপরাধী ফ্রান্স! #মাওহি_জীবন_গুরুত্বপূর্ণ #পারমাণবিক_ন্যায়বিচার #প্রশান্তমহাসাগরীয়_সংহতি #নতুন_পরিষ্কার_রাস্তা #পারমাণবিকমুক্ত_প্রশান্তমহাসাগর

পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করার আন্তর্জাতিক অভিযান (আইসিএএন) অস্ট্রেলিয়া সমর্থন জানিয়ে এই বিবৃতি প্রকাশ করেছে:

১৭ই জুলাই মাওহি নুইয়ে যারা জড়ো হবেন তাদের নেতাদের এবং সম্প্রদায়ের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই কারণ আপনারা এই অস্ত্রগুলির দ্বারা আরোপিত ক্ষতির বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে কথা বলে এসেছেন। আমরা পারমাণবিক বোমার ক্ষতির বিরুদ্ধে বিচারের জন্য আপনার আহ্বান শুনেছি। আপনারা যখন পারমাণবিক পরীক্ষার বছরগুলিতে এবং চলমান ক্ষতিগুলি নিয়ে আপনাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বলেন তখন আমরা নিবিড়ভাবে শুনতে থাকি।

ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন চলতি মাসে তাহিতি সফরকালে পারমাণবিক পরীক্ষার উত্তরাধিকার সম্পর্কে প্রশ্নের মোকাবেলা করবেন বলে আশা করা হচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .