- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

দেখুন: ‘সিলিকন ভ্যালুজ’ গ্রন্থ সম্পর্কে জিলিয়ান সি ইয়র্কের সঙ্গে এক আলাপচারিতা

বিষয়বস্তু: আইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, মানবাধিকার, সরকার, GV Insights

ইন্টারনেটে কোনটা প্রদর্শিত হবে আর কোনটা হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার? আমাদের গণসমাবেশ প্ল্যাটফর্মের বেসরকারিকরণ হওয়ায় প্রহরীদের উপর নজরদারি চালাচ্ছে কে?

গত ১০ ই ফেব্রুয়ারী, ২০২১-এ সরাসরি সম্প্রচারিত গ্লোবাল ভয়েসেস এর নির্বাহী পরিচালক ইভান সিগাল [1]-এর সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় [2] লেখক ও সমাজসেবী জিলিয়ান সি ইয়র্ক [3] উপরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেন এবং পাশাপাশি চলতি সময়ের বহু সমস্যা নিয়ে তাঁর আসন্ন প্রকাশিতব্য গ্রন্থ ‘সিলিকন ভ্যালুজ : নজরদারি পুঁজিবাদের খপ্পরে বাক স্বাধীনতার ভবিষ্যৎ’ নিয়েও আলোচনা করেন — যা ২৩ শে মার্চ, ২০২১ থেকে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

এই লিঙ্কটির [4] মাধ্যমে “সিলিকন ভ্যালুজ” গ্রন্থটি কিনুন এবং গ্লোবাল ভয়েসেসকে সহায়তা করুন!