গল্পগুলো আরও জানুন গ্রীস মাস জুন, 2012
গ্রীস: নব্য নাৎসি দল “গোল্ডেন ডন”-এর সমর্থকদের অভিবাসীদের বিরুদ্ধে আরো হামলা
গ্রীসের নব্য নাৎসি যে দলটি সফল ভাবে তাদের যাত্রা শুরু করেছে, সেই গোল্ডেন ডন-এর ১৫-২০ জন যুবা সমর্থকের একটি দল, ২৯ মে ২০১২ তারিখে গ্রীসের রাজধানী এথেন্সের প্রায় ৩০ বছর বয়স্ক এক পাকিস্তানী নাগরিকের উপর হামলা চালায়। মে মাসে অনুষ্ঠিত গ্রীসের সংসদ নির্বাচনে দলটির ভোট লাভের পর থেকে অভিবাসীদের উপর হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।