গল্পগুলো আরও জানুন গ্রীস মাস মে, 2011
প্রতিশ্রুতিশীল লেখক ও অনুবাদক: আ্যাসটেরিস মাসোরাস
গ্লোবাল ভয়েসেসের ফ্যাশনবহুল টি-শার্ট পরে লেখক এবং অনুবাদক আ্যাসটেরিস মাসোরাস এক ভিডিও সাক্ষাৎকারে জানান তিনি কিভাবে এ সাইটের জন্য লেখা শুরু করেন। গ্রিসের থেসালোনিকিতে বসবাসকারী আ্যাসটেরিস ২০০৮ সাল থেকে তাঁর দেশ গ্রীস এবং বিশ্বের অন্যান্য দেশের বিষয়ে লেখা শুরু করেন। এছাড়াও তিনি নবগঠিত গ্লোবাল ভয়েজেস ইন গ্রীক লিঙ্গুয়া সাইটের একজন প্রধান অনুবাদক।