· আগস্ট, 2011

গল্পগুলো আরও জানুন অস্ট্রিয়া মাস আগস্ট, 2011

গ্লোবাল ভয়েসেস-এর মেন্টরদের মাধ্যমে দশটি দেশের তরুণ একটিভিস্টদের শিক্ষা প্রদান।

আজ আমার গ্লোবাল ভয়েসেস এর ১০ জন মেন্টর বা শিক্ষক এবং ১১ জন একটিভিস্টের নাম ঘোষণা করছি, যারা আগামী মাসসমূহে ভার্চুয়ালি একসাথে কাজ করবে। এটি এক নতুন উদ্যোগ, যা গ্লোবাল ভয়েসেস এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এ্যাকশনএইড-এর তরুণ্যের মাঝে যোগাযোগ সৃষ্টির প্রয়াস একটিভিস্টা এর এক প্রচেষ্টা।