গল্পগুলো আরও জানুন পশ্চিম ইউরোপ মাস নভেম্বর, 2012
পর্তুগীজ সংসদ অবরোধ: “এটা আমাদের বাজেট না”
সামাজিক কল্যাণের ক্ষেত্রে ক্রমবর্ধমান কৃচ্ছসাধন এবং ব্যয় কর্তনের মাঝে নাগরিকরা ১৫ই অক্টোবর, ২০১২ তারিখে সরকারের আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রটির সংসদে রাস্ট্রের ২০১৩ সালের খসড়া বাজেট প্রস্তাবনা পেশ করার দিন পর্তুগীজ সংসদ অবরোধের আয়োজন করেছে।