গল্পগুলো আরও জানুন মৌরিতানিয়া মাস জানুয়ারি, 2010
মৌরিতানিয়া: হানেভি ওউলদ দাহাহাকে জেলে আটকে রাখা হয়েছে
জুন, ২০০৯-এ, গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি প্রথম জানায় যে মৌরিতানিয়ার সম্পাদক ওউলদ দাহাহা হানেভিতে গ্রেফতার করা হয়েছে। তিনি বামপন্থী এক ওয়েব সাইট টাকাডৌম প্রকাশ করতেন। এই সাইটে এক মন্তব্যে প্রকাশ করার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ৬ মাসের জেল দেওয়া হয়। ডিসেম্বরের ২৪ তারিখে তাকে জেল থেকে ছেড়ে দেবার কথা ছিল, কিন্তু এখনো তাকে জেলে পুরে রাখা হয়েছে।