গল্পগুলো আরও জানুন মালি মাস আগস্ট, 2010
মৌরিতানিয়া, আলজেরিয়া: জার্মানেউকে মুক্ত করার অভিযানের প্রতিক্রিয়া বিশ্লেষণ
২৫ জুলাই, মালির অভ্যন্তরে অবস্থিত আল কায়েদা ইসলামিক মাঘরেব-এর (একিউআইএম) দপ্তরে ফরাসী মৌরিতানিয়ার সেনাদল হামলা চালায়। এই আক্রমণের উদ্দেশ্য ছিল ফরাসী ত্রাণ কর্মী মিশেল জার্মানেউকে উদ্ধার করা। অপহরণকারীরা তাকে হত্যা করে। সাহেল অঞ্চলের ব্লগাররা অত্র অঞ্চলে শুরু হওয়া বিশেষ ধারায় শঙ্কিত; যা হচ্ছে জটিল কূটনৈতিক পরিবেশের সৃষ্টি হওয়া এবং তরুণদের চরমপন্থা গ্রহণ।