· জুন, 2012

গল্পগুলো আরও জানুন আইভরি কোস্ট মাস জুন, 2012

আইভরি কোস্টঃ জাতীয় ফুটবল দলের ম্যানেজার পরিবর্তন নিয়ে বিতর্ক

আইভরি কোস্টের নাগরিকরা জাতীয় ফুটবল দলের ম্যানেজারের আকস্মিক পরিবর্তনে সংবাদে বিস্ময় এবং ক্ষোভের সাথে তাদের প্রতিক্রিয়া প্রদান করে। ২৮ মে ২০১২ তারিখে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন এই বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা প্রদান করে। আইভরি কোস্টের জাতীয় এ দলের প্রশিক্ষক এবং ম্যানেজার হিসেবে অনভিজ্ঞ সাবরি লামোচির নাম ঘোষণা প্রদান করা হয়েছে, যিনি সফল কোচ ফ্রাসোয়া জাহুই-এর স্থলাভিষিক্ত হবেন।

6 জুন 2012