গল্পগুলো আরও জানুন কেপ ভার্দে মাস জুন, 2012
কেপ ভার্দে: গল্প বলা এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা
কেপ ভার্দের তরুণ সাংবাদিক ওদেয়ার ভারেলা তার ব্লগ সাত সপ্তাহের একটি কোর্স নির্দিষ্ট করে একটি সৃজনশীল লেখার প্রতিযোগিতা চালু করেন যার জন্যে ডজনখানেক শব্দ-প্রেমী তাদের কল্পনাকে প্রবাহিত করার জন্যে কীবোর্ড নিয়ে লেগে পড়েন। ইতোমধ্যে বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে এবং এই নিবন্ধটিতে সেই সব গল্পগুলোর একটি সারসংক্ষেপ রয়েছে।