গল্পগুলো আরও জানুন পাকিস্তান মাস জুলাই, 2013
বৃষ্টিতে নৃত্যের জন্য পাকিস্তানে মা, মেয়েকে গুলি করে হত্যা
গিলগিটের ছোট শহর কিলাসে একজন মা ও তাঁর বয়ঃসন্ধিকালে থাকা দু’টি মেয়েকে পাঁচজন মুখোশধারী লোক তাঁদের বাড়িতে ঢুকে গুলি করে মেরেছে। এটিকে পাকিস্তান সম্মান রক্ষার্থে হত্যা করা হতে পারে বলে রিপোর্ট করেছে। ২৪ জুন, ২০১৩ তারিখে পনের ও ষোল বছর বয়সী দু’টি মেয়েকে খুনের লক্ষ্যবস্তু করা হয় একটি মোবাইল ফোনে ভিডিও দেখে, যেখানে তাঁরা তাঁদের বাগানে বৃষ্টিতে ভেজা উপভোগ করছিল। ভিডিওটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে এবং এটিকে পরিবারটির সম্মানহানিকর একটি ব্যপার বলে মনে করা হয়।