গল্পগুলো আরও জানুন যুক্তরাষ্ট্র মাস জানুয়ারি, 2012
তাইওয়ানঃ গৃহকর্মীর উপর নির্যাতনের দায়ে অভিযুক্ত কূটনীতিকের প্রতি নেট নাগরিকদের প্রতিক্রিয়া
বিদেশি শ্রমিকদের উপর অত্যাচারের জন্য তাইওয়ান কুখ্যাত হয়েছে, যার জন্যে ধীরগতির, অনিচ্ছুক আইনপ্রণেতা এবং “কিছু” নির্দয় কর্মচারীদের ধন্যবাদ। যা হোক, এরকম নির্মম ও কদর্য ঘটনা এবার তাইওয়ানে নয়, ঘটেছে যুক্তরাষ্ট্রে এক তাইওয়ানিজ কূটনীতিকের বাসায়।