গল্পগুলো আরও জানুন সৌদি আরব মাস মার্চ, 2013
একজন অনলাইন টুইটার ব্যবহারকারীকে সৌদি মন্ত্রীর হুমকী
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অপদস্থ করার জন্য একজন টুইটার ব্যবহারকারী বিরুদ্ধে সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আব্দেলআজিজ খোজা মামলা করার হুমকি প্রদান করেছেন। যাদের হাতে টাকা ও ক্ষমতা আছে তাঁদের হাতের "রিমোট কন্ট্রোল" বলে টুইটার ব্যবহারকারী মন্ত্রীকে আখ্যায়িত করেন। জবাবে মন্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের হুমকী দেন এবং প্রকৃত নাম প্রকাশের আহবান জানান।