গল্পগুলো আরও জানুন সৌদি আরব মাস মার্চ, 2011
সৌদি আরব: সৌদি নাগরিকদের জন্য বাদশাহ আরো অর্থের প্রতিশ্রুতি প্রদান করেছে
আজ জাতির উদ্দেশে বাদশাহ আব্দুল্লার দেওয়া ভাষণে আরও অর্থ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। দুটো পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ আব্দুল্লাহ তাঁর সংক্ষিপ্ত ভাষণে রাজতন্ত্রের পক্ষে কথা বলার জন্য ধর্মীয় নেতা ,লেখক এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গৃহিত উদ্যোগকে ধন্যবাদ জানান। ঘোষণা এবং আদেশের পরেই দেখা যাচ্ছে যে সৌদি নাগরিকদের জন্য বিলিয়ন বিলিয়ন অর্থ বিতরণ করা হবে।
সৌদি আরব: “এই দেশে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ”
সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র ক্লেরিক নামে পরিচিত ঊধ্বর্তন ধর্মীয় নেতাদের সংগঠন গণবিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারী করে এক বিবৃতি প্রদান করেছে। এই ঘোষণা সৌদি টুইপসে এক প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করে।