গল্পগুলো আরও জানুন ওমান মাস মে, 2011
আরব বিশ্বঃ আরব রাজতন্ত্রের সংগঠন-এ জর্ডান ও মরোক্কো
প্রথমে, সবাই ভেবেছিল যে, এটা কৌতুক বা আরেকটা টুইটার গুজব। কিন্তু, শীঘ্রই নেট নাগরিকরা বুঝতে পেরেছে যে এটা সত্যি এবং এই ঘটনা সবাইকে হতবাক করেছে, এমনকি যারা এটা নিয়ে মজার টুইট প্রদান করেছে, তাদের কাছে আশ্চর্যের বিষয় হল জর্ডান ও মরোক্কোর গালফ কোপারেশন কাউন্সিলে যোগদান অনুরোধকে স্বাগত জানানো হয়েছে এবং এটা নিয়ে আলোচনা করা হবে।