গল্পগুলো আরও জানুন লিবিয়া মাস নভেম্বর, 2011
উত্তর কোরিয়া: গাদ্দাফির নিহত হবার ঘটনা কি কিম ইল জং-কে আতঙ্কিত করেছে?
জো সুং-হা হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগকারী এক নাগরিক। এখন সে এক সাংবাদিকে পরিণত হয়েছে, যার একটি ব্লগ রয়েছে। এই পোস্টে সে কিম ইল জং কি নিয়ে লেখা অজস্র প্রবন্ধের সমালোচনা করছে, যে সব প্রবন্ধে ধারণা দেওয়া হয়েছে যে লিবিয়ার রাষ্ট্রপতি গাদ্দাফির মৃত্যুর পর উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক আতঙ্কিত হয়ে পড়েছে। গুজব রয়েছে যে উভয় স্বৈরশাসক বন্ধু ছিলেন।